
কৌশিক বসু , দুর্গাপুর : আর পিপিপি মডেল নয়, লুধিয়ানা-ডানকুনি ফ্রেট করিডোরের কাজ স্বয়ং রেলই করছে, দুর্গাপুরে এসে একথাই জানালেন প্রধানমন্ত্রী দপ্তরের অন্যতম উপদেষ্টা তরুন কাপুর। দুদিনের সফরে বৃহষ্পতিবার শহরে এসেছেন তিনি। এদিন সিটি সেন্টারের এক বেসরকারী হোটেলে রেল,জাতীয় সড়ক ,ইসিএল ও কোল ইন্ডিয়ার আধিকারিকদের সাথে বিশেষ বৈঠক সারেন তিনি। সব বিভাগের কতৃপক্ষের সাথেই সদর্থক আলোচনা হয়েছে বলে জানান তিনি।
অন্যদিকে পুর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন অরোড়া জানান যে ফ্রেট করিডোরের এ রাজ্যের ভাগে অন্ডাল পর্যন্ত প্রথম পর্যায়ে জমি অধিগ্রহনের কাজ সম্পুর্ন হয়ে গেছে। অন্ডাল থেকে ডানকুনি পর্যন্ত জমি অধিগ্রহনের কাজ ও খুব শীঘ্রই হয়ে যাবে বলে দাবি করেন রেল আধিকারিক। তিনি বলেন যে প্রধান মন্ত্রী দপ্তরের উপদেষ্টাকে কাজের সমস্ত প্রক্রিয়া সম্পর্কে অবগত করানো হয়েছে। এদিনের বৈঠকে পুর্ব রেল,দক্ষিন পুর্ব রেল,উত্তর সীমান্ত রেল,জাতীয় সড়ক , মেট্রোরেল ও ইসিএলের কাজকর্মের বিশদে খবর নেন তিনি। প্রত্যেকটি বিভাগের কাজের রিভিউএর পর তিনি গুরুত্বপুর্ন পরামর্শও দেন । পুর্ব রেলের জিএম আরও বলেন যে রেল ও জাতীয় সড়কের বিভিন্ন প্রকল্পে ২০২৩-২৪ অর্থবর্ষে পরিকাঠামো উন্নয়নের জন্য আড়াই লক্ষ কোটি টাকা ধার্য্য করেছে কেন্দ্রীয় সরকার,যা গত বছরের থেকে প্রায় দ্বিগুন। এই বিপুল লগ্নীকে যথাযথ রূপ দিতে প্রত্যেকটি বিভাগের মধ্যে সামঞ্জস্য রক্ষা করার পরামর্শও দেন প্রধান মন্ত্রী দপ্তরের উপদেষ্টা।
এর আগে এদিন সকালে তিনি ইসিএলের শোনপুর বাজারি খোলামুখ খনি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে শোনপুর বাজারি খনির জেনারেল ম্যানেজার সহ নিরাপত্তা আধিকারিদের সাথেও বৈঠক করেন।