
সৈয়দ মফিজুল হোদা, ৯৯ বাংলা নিউজ বাঁকুড়া: মিড ডে মিলে অতিরিক্ত পুষ্টির জন্য বরাদ্দ বাড়িয়েছে স্কুল শিক্ষা দফতর। শুধু ডাল, ভাত, সোয়াবিন নয়, এবার পড়ুয়াদের পাতে পড়বে ডিম, মুরগির মাংসও, থাকছে মরসুমি ফলও। স্কুল শিক্ষা দফতর জানিয়েছে, জানুয়ারি ২০২৩ থেকে এপ্রিল ২০২৩ পর্যন্ত মিড ডে মিলে নতুন মেনু নির্ধারণ করা হয়েছে।আর এই সরকারের নির্দেশ কার্যকর করতে পড়ুয়াদের ফল দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বিদ্যালয়ে বিদ্যালয়ে।
মঙ্গলবার বাঁকুড়ার ইন্দাস ব্লকের গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ে স্কুলে স্কুলে মিড ডে মিলে খাবারের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হলো ফল।মিড ডে মিল খাওয়ানোর পরেই খুদে পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হয় আপেল ও কমলা লেবু।মিড ডে মিলের পাশাপাশি হাতে ফল পেয়ে খুশি ছাত্রছাত্রীরা। গোবিন্দপুর বিদ্যালয়ে মোট ১০৬ জন ছাত্রছাত্রী পঠন-পাঠন করে।এদিন স্কুলে উপস্থিত ছিল ৮১ জন । হাসিমুখে তা নিতেও দেখা গেল পড়ুয়াদের।ফল পেয়েই অনেকই আনন্দে খেতে শুরু করে দেয়।
ওই স্কুলের সহ শিক্ষক অভিজিৎ সরকার জানান, অন্য দিনের তুলনায় এদিন স্কুলে কম ছাত্র-ছাত্রী এসেছে,যারা এসেছে তাদের প্রত্যেক ছাত্র-ছাত্রীদের একটি করে লেবু ও আপেল দেওয়া হয়।শিক্ষকের দাবি সরকারের এই উদ্যোগে স্কুল ছুটের সংখ্যা অনেকটাই কমবে।