
৯৯ বাংলা ডেস্ক , দুর্গাপুর : পঞ্চায়েত ভোটে সাফল্যের জন্য অনেক দিন ধরেই ‘রাঢ় অঞ্চল জ়োন’ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে দলের কাছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম— এই পাঁচটি জেলার সংগঠনকে নিয়ে আগে আলাদা ভাবে দুর্গাপুরে বৈঠকও করেছেন বহু বিজেপি নেতা। এবার দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে শনিবার সকালে দুর্গাপুরের এস বি মোড় সংলগ্ন পঞ্চমুখী বালাজি ধামে পুজো দিলেন দার্জিলিংয়ের বিজেপির সাংসদ রাজু বিস্তা। তারপর পুজো দেয়া শেষ হলে এদিন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন পশ্চিমবঙ্গে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি হল ” মারো আর রাজ কর। ভাঙচুর করো,দুর্নীতি করো আর রাজ করো।”এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বভাব।
এছাড়াও তিনি এই প্রসঙ্গে বাংলার মানুষের উদ্দেশ্যে বলেন , বাংলাকে এখন এটা বোঝা উচিত পশ্চিমবঙ্গের মাথায় ৬ লক্ষ কোটি টাকার ধার রয়েছে। বিভিন্ন দেশ থেকে ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে লগ্নি হলেও পশ্চিমবঙ্গে লগ্নি হচ্ছে না। রাজ্যজুড়ে শিল্প বন্ধ হয়ে গেছে। যার কারনে বেকার যুবকদের বাংলা ছেড়ে ভিন রাজ্যে যেতে হচ্ছে কাজের সন্ধানে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের যত নেতা মন্ত্রী রয়েছেন, সবাই চুরির সাথে যুক্ত হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালো কাজের জন্য কোন লক্ষ্য নেই। এমনটাই অভিযোগ তোলেন তিনি। এও তিনি মনে করেন যে, এরূপ কাজ অতীতে কখনোই বাম ও গেরুয়া শিবির করেন নি।
