

৯৯ ডিজিটাল ডেস্ক : আসন্ন পঞ্চায়েত নির্বাচনে শাসকের নিয়োগ দুর্নীতিই যে মূল হাতিয়ার হতে চলেছে বিজেপির, সেটা স্পষ্টভাবে জানালেন রাঢ় বঙ্গের দলীয় পর্যবেক্ষক তথা হুগলির সাংসদ লকেট চ্যাটার্জি। শনিবার দুর্গাপুরের পলাশডিহা ময়দানে বিধায়ক কাপ ফুটবল উদ্বোধন করতে এসে তৃণমূলের বিরুদ্ধে আগাগোড়া আক্রমণ শানিয়ে গেলেন বিজেপি নেত্রী। তিনি বলেন রাজ্যের প্রতিটি ঘরেই রয়েছে শিক্ষিত বেকার যারা পাস করেও চাকরি পায়নি। তাদের কেউ হতাশায় আত্মঘাতী হয়েছে আবার কেউ ভিন রাজ্যে চলে গিয়েছে। একের পর এক তৃণমূল হেভি ওয়েট নেতা সহ মন্ত্রিরা জেলে যাচ্ছেন,এর থেকে লজ্জার কি হতে পারে, এই নিয়োগ দুর্নীতি আসন্ন পঞ্চায়েত নির্বাচনে মূল ইস্যু বলে জানান লকেট। শাসক দল তৃণমূলকে কটাক্ষ করে তিনি বলেন ,যে মানুষের ভোটে জিতে তারা ক্ষমতায় এসেছিল সেই মানুষকেই আর বিশ্বাস করতে পারছে না, তাই বোম ,অস্ত্র সাহায্য নিয়েই পঞ্চায়েত নির্বাচন করাবে ভাবছে। কিন্তু বিজেপি এবার চোখে চোখ রেখে লড়াই করবে এবং পঞ্চায়েত ভোটে জয়লাভ করবে বলে দাবি বিজেপি নেত্রীর। দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের উদ্যোগে শনিবার পলাশডিহার মাঠে উদ্বোধন হয়ে গেল বিধায়ক কাপ। এই ফুটবল প্রতিযোগিতায় মোট আটটি দল অংশগ্রহণ করছে। “স্বাস্থ্যই আমাদের সম্পদ ,যুব শক্তিকে সামনে রেখেই আগামী দিনে পথ চলবে বিজেপি”, জানালেন লকেট চ্যাটার্জী।