
৯৯ডিজিটাল ডেস্ক, পূর্ব বর্ধমানঃ গরু পাচার মামলায় সিবিআই এর হাতে গ্রেপ্তার হয়ে এখন জেলেই দিন কাটাচ্ছে বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল । যৌথ ভাবে এই মামলার তদন্ত চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই। এত কিছুর পরেও গরু পাচারে যে বিরাম পড়েনি তা মেমারী থানার পুলিশের অভিযানেই আবারও স্পষ্ট হলো।পাচারের উদ্দেশ্যে তিনটি ট্রাকে ৭৮ টি গরু নিয়ে যাবার সময়ে মেমারী থানার পুলিশের হাতে ধরা পড়ে ট্রাকগুলি। গরু বোঝাই ট্রাক গুলি আটক করার পাশাপাশি পুলিশ তিন ট্রাক চালককেই গ্রেপ্তার করেছে । পুলিশ সূত্রে খবর ধৃতদের নাম বাবলু যাদব, সুজিত কুমার ও মহম্মদ সাবির ।

ধৃত ৩ ট্রাক চালকই বিহারের বাসিন্দা । জানা গিয়েছে, মেমারী চেকপোস্ট এলাকায় নাকা চেকিং চালাচ্ছিল মেমারী থানার পুলিশ ।
ওই সময়েই বিহারে রেজিস্ট্রিশন নম্বার প্লেট লাগানো তিনটি গরু বোঝাই ট্রাক জিটি রোড ধরে হুগলীর পাণ্ডুয়া অভিমুখে যাচ্ছিল । পুলিশ দেখে ট্রাক চালকরা আরো গতি বাড়ায় । তা দেখে টহলরত পলিশের সন্দেহ হয় । পুলিশ তিনটি ট্রাক দাঁড় করিয়ে গরু বহন সংক্রান্ত বৈধ নথি দেখতে চায় । ট্রাক চালকরা বৈধ কোন নথি দেখাতে না পারায় পুলিশ মোট ৭৮টি গরু বোঝাই তিনটি ট্রাক আটক করার পাশাপাশি তিন ট্রাক চালককে গ্রেপ্তার করে।
অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তাদের পেশ করা হবে আদালতে।