
৯৯ বাংলা নিউজ ডেস্ক: সরকারি ওষুধ ইনজেকশন অবৈধভাবে মজুত করে নার্সিংহোমে পাচারের অভিযোগ।এই অভিযোগে বর্ধমান থানার পুলিশ শহরের পাঞ্জাবি পাড়া এলাকার একটি আবাসনের চার তলা থেকে সৌরেন রায় নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে। উদ্ধার হয় মজুত করে রাখা বিপুল পরিমানে সরকারি ওষুধ।অভিযোগ, মজুতকরা ওষুধ বর্ধমানের বেসরকারি নার্সিংহোমের পাশাপাশি পার্শ্ববর্তী জেলার নার্সিংহোমগুলিতে সাপ্লাই করা হত। কিভাবে দিনের পর দিন স্বাস্থ্য দপ্তরের নজর এড়িয়ে ওই ব্যাক্তি সরকারি ওষুধ নার্সিংহোমগুলিতে পাচার করত তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে।
প্রসঙ্গত,বর্ধমানের সরকারি হাসপাতালগুলিতে সরবরাহ করা ওষুধের একটা অংশ পাচার হয়ে যাচ্ছে নার্সিংহোমে।এমনটাই অভিযোগ পাচ্ছিলেন রাজ্য ড্রাগ কন্ট্রোল দফতরের আধিকারিকরা।গোপন সূত্রে খবর পেয়ে সোমবার বিকেল প্রায় তিনটা থেকে রাত আটটা পর্যন্ত অভিযান চালান ড্রাগ কন্ট্রোল দফতরের আধিকারিকরা।বর্ধমান থানার পুলিশকে সঙ্গে নিয়ে সৌরেন রায় নামে ওই ব্যাক্তির ফ্ল্যাটে অভিযান চালায়।ফ্ল্যাটে অভিযান চালাতে দিয়ে চক্ষু চড়কগাছ রাজ্য ড্রাগ কন্ট্রোল দপ্তরের আধিকারিকদের।ঘর থেকে উদ্ধার হয় পেটির পর পেটি সরকারি ওষুধ।এরপরেইঘরে থাকা ওষুধ বাজেয়াপ্ত করার পাশাপাশি গ্রেফতার করা হয় সৌরেন রায়কে।
রাজ্য ড্রাগ কন্ট্রোল আধিকারিক মুতাহার সেখ ও রাজিবুল আলম জানান, সমস্ত তদন্তের পরে আসল বিষয় জানা যাবে পুলিশের তরফে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মঙ্গলবার ধৃতকে আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানায় পুলিশ।ধৃতকে হেফাজতে নিয়ে এই চক্রের সঙ্গে আর কে বা কারা যুক্ত রয়েছে। কোথা থেকে এই সরকারি ওষুধ তারা পাচ্ছিলেন, বা কোথায় কোথায় তা সাপ্লাই করা হত সমস্ত বিষয়টি তদন্ত করছে পুলিশ।