
কৌশিক বসু,দুর্গাপুর : মঙ্গলবার থেকে রাজ্যে শুরু হল এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। মঙ্গলবার সকাল থেকেই পরীক্ষাকেন্দ্রের সামনে আসতে শুরু করেন পরীক্ষার্থীরা। সকাল ১০ টা থেকে পরীক্ষা শুরু হয়। এবছর দুর্গাপুর মহকুমায় মোট ১১৩৮০ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে বলে জানিয়েছে শিক্ষা দফতর। যাদের মধ্য জন ৫১৩৩ জন ছাত্র ও ৬২৪৭ জন ছাত্রী পরীক্ষা দিচ্ছে এবছর। মোট ৯ টি প্রধান পরীক্ষা কেন্দ্র করা হয়েছে ও ৩৫ টি স্কুলে পরীক্ষা গ্রহণ কেন্দ্র করা হয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার্থে প্রশাসনিক স্তরে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে।পাশাপাশি পরীক্ষা কেন্দ্র গুলিতে সিসিটিভির মাধ্যমে কড়া নজরদারি রাখা হয়েছে।
অন্যদিকে এস এফ আইয়ের পক্ষ থেকে ডিপিএল নিউ বয়েজের গেটে একটি ক্যাম্প করা হয়। পরীক্ষার্থীদের জলের বোতল ও পেন দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে একটি হেল্প ডেস্ক নম্বরও দেওয়া হয়,যদি কেউ কোন রকম সমস্যায় পড়ে তাহলে এই নম্বরে ফোন করতে বলা হয় পরীক্ষার্থীদের। নম্বরটি হল ৭০০১৩৮৭৩১৮।