
৯৯ বাংলা ডেস্ক : আজ থেকে শুরু হচ্ছে বারাণসীতে চার দিনের হট এয়ার বেলুন উৎসব। কাশী বারাণসীতে এমনিতেই সারা বছর তীর্থযাত্রীদের ভিড় লেগেই থাকে। ভ্রমণপিপাসুদের এবার এই তীর্থধামে বাড়তি আকর্ষণ হট এয়ার বেলুন উৎসব। হট এয়ার বেলুন শো বারাণসী থেকে চান্দৌলির মধ্যবর্তী গোটা আকাশ জুড়ে রঙিন থাকবে। মঙ্গলবার উদ্ধোধনের দিন বেলুন প্রায় ১৫০০ ফুট উচ্চতায় উড়ল। অনুষ্ঠানটির নাম ‘কাশী বেলুন ও নৌকা উৎসব’।
বেলুন উৎসব ছাড়াও আয়োজন করা হয় নৌকাবাইচ উৎসবের। মঙ্গলবার সকালে কাশীতে হট এয়ার বেলুন শো এবং বোট ফেস্টিভ্যাল শুরু হয়েছে। এই উপলক্ষে কেন্দ্রীয় হিন্দু স্কুল ক্যাম্পাস থেকে ১০টি বেলুন উড়িয়ে দেওয়া হয়। এর মধ্যে ৩০ জন দেশি-বিদেশি পর্যটক ভ্রমণ করেন। শুধু তাই নয়, গঙ্গা এবং কাশী বিশ্বনাথকেও ১৫০০ ফুট উচ্চতা থেকে দেখা যাবে। পর্যটকদের ৫০০ টাকায় ৪৫ মিনিটের জন্য হট এয়ার বেলুন রাইড দেওয়া হচ্ছে। বারাণসীর বিখ্যাত দশাশ্বমেধ ঘাটে শুরু হবে নৌকাবাইচ উৎসব। উৎসবের জন্য ইতিমধ্যেই উত্তরপ্রদেশ পর্যটনের লোগো দিয়ে সেজে উঠেছে গোটা এলাকা। এই ইভেন্টের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান এবং কানাডা সহ পাঁচটি দেশের এজেন্সিগুলির সঙ্গে যুক্ত হয়েছে। হট এয়ার বেলুন উত্সব আগামী ২০ জানুয়ারী শেষ হবে। বারাণসী দ্বিতীয়বার এই উৎসবের আয়োজন করবে।
উত্তরপ্রদেশ পর্যটন বিভাগ টুইট করেছে, “কাশী বেলুন ও বোট ফেস্টিভ্যাল রাজ্যের পর্যটনে নতুন মাত্রা যোগ করবে। উৎসবটি ১৭ থেকে ২০ জানুয়ারী, ২০২৩ পর্যন্ত চলবে, যেখানে SCO দেশগুলির প্রতিনিধিরাও এতে অংশ নেবেন!” বেলুন উৎসবে হট এয়ার বেলুন ওড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে ১০ বিদেশি ও ২ জন দেশি পাইলটকে। যুক্তরাজ্য থেকে ৫ জন পাইলট এবং মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, স্পেন-পোলিশ, জাপান এবং ভারত থেকে একজন করে পাইলট রয়েছেন। নৌকাবাইচ প্রতিযোগিতায় ১২ টি দল অংশ নিচ্ছে যারা কাশীর স্থানীয় নৌকার মাঝি। তাদের নাম হল-নাভিক সেনা, নৌকা রাইডার, ভাগীরথী সেবক, ঘাট রক্ষক, গঙ্গাবাহিনী, জলযোদ্ধা, গঙ্গা লহরী, গঙ্গা পুত্র, কাশী লহরী, গৌমুখ দৈত্য, কাশী রক্ষক এবং জলসেনা। বিজয়ী দল পাবে ১.৭৫ লক্ষ টাকা পুরস্কার।