
বিশ্বজিৎ সাহা, ৯৯ বাংলা নিউজ ডেস্ক : বাবার বাড়িতে আগুন লাগিয়ে দিল মেয়ে।বাড়িতে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেল বাড়ির আসবাব পত্রসহ প্রায় নগদ দুই লক্ষ টাকা। ঘটনাটি ঘটেছে মালদার পুকুরিয়া থানার অন্তর্গত মির্জাতপুর মাদ্রাসা পাড়ায় শেখ রহমানের বাড়িতে। ঘটনায় হতভম্ব সেখ রহমান সাহ বাড়ির সকলে।
স্থানীয় সূত্রের জানা গেছে, শেখ রহমানের বড় মেয়ে রেশমা খাতুন গত তিন দিন আগে তার শ্বশুরবাড়ি নুরপুর থেকে বাবার বাড়ি ঘুরতে আসেন। রেশমা খাতুন মানসিক ভারসামহীন। সোমবার রাত্রি একটা নাগাদ রেশমা খাতুন তার বাবার বাড়িতে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তে আগুন গোটা বাড়িতে ছড়িয়ে পড়ে। স্থানীয় গ্রামবাসীরা জানতে পেরে তড়িঘড়ি আগুন নেভানোর কাজে হাত বাড়ান। অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। খবর দেওয়া হয় পুখুরিয়া থানায়। আগুন নিয়ন্ত্রণে আশায় দমকলের আর দরকার পড়েনি। কিন্তু ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। বাড়িতে থাকা চাল-ডাল থেকে শুরু করে সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। পুড়ে গেছে বাড়িতে থাকা সমস্ত দরকারি কাগজপত্রও। শেখ রহমানের ছোট মেয়ে সাবিনা খাতুন এর বিয়ের জন্য জমি বিক্রি করা নগদ দুই লক্ষ টাকা বাড়িতেই রাখা ছিল। পুরো টাকায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বলে দাবি করেন বাড়ির লোকেজন। ফলে নতুন করে বাড়ি কেমন করে দেবেন এবং মেয়ের বিয়ে দিয়ে উঠতে পারবেন কিনা সেই চিন্তায় এখন ঘুরপাক খাচ্ছে শেখ রহমানের মাথায়।
পরিবারের এই চরম দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন স্থানীয়রা। সব রকম ভাবে তারা ঐ পরিবারকে সাহায্য করার চেষ্টা করছেন। তারা ঐ পরিবারের জন্য সরকারী সাহায্যেরও দাবি জানান।