
৯৯ বাংলা,নিউজ ডেস্ক:
হুগলির পুরশুড়ার নাম এখন ইন্ডিয়া বুক অফ রেকর্ডে।পুরশুড়ার সোদপুরের ২বছর ৪মাসের আয়ুর হাজরা ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুলে রীতিমতো হুগলি জেলার পুরশুড়ার সোদপুরের নাম গৌরব করেছে।কী কারণে আয়ুরের নাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডে?আয়ুর হাজরার বাবা অমর হাজরা ও মা সুপ্রিয়া হাজরা জানালেন মাত্র ২বছর ৪মাসে আয়ুর ১১২টি দেশের নাম,২৮টি রাজ্য,২৫টি পশু,১৯টি পাখি,১০টি ফল,১৮টি অঙ্গপ্রত্যঙ্গ,১২ টি সব্জি,৬টি রং,৮টি পতঙ্গ ২৬টি যানবাহন মনে রাখার জন্য ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম নোতিভুক্ত করেছে। আয়ুর ২০২০ সালের ১২ই আগস্ট জন্ম গ্রহণ করে। মাত্র ১বছর ৬মাস বয়স থেকে আয়ুর কে তার মা সুপ্রিয়া দেবী বিশেষ ভাবে প্রশিক্ষণ দিতে থাকে। গত ১২ ডিসেম্বর ২০২২ তারিখে আয়ুরের সমস্ত কিছু রেকর্ড করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে পাঠানো হয়।১৩ই ডিসেম্বর বিষয় টি গ্রহণ করা হয় ইন্ডিয়া বুক অফ রেকর্ডে। গত ১৬ই ডিসেম্বর ঘোষণা করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম অন্তভূক্তির।গত ৪ঠা জানুয়ারি ২০২৩ তারিখে আয়ুরের নামে পোস্টে ইন্ডিয়া বুক অফ রেকর্ডের মেডেল ও সার্টিফিকেট ও একটি বই, দামি পেন পাঠানো হয়। ভীষণ খুশি মা, বাবা, ঠাকুমা থেকে পাড়া প্রতিবেশী সকলে। রবিবার এই ক্ষুদে আয়ুর কে সমর্ধনা ও ভালোবাসা জানাতে উপস্থিত ছিল ঘোলদিগরুই যুব মিলন ফাউন্ডেশন। প্রায় ২০জন সদস্য আয়ুরের বাড়িতে হাজির থেকে আয়ুর কে মিষ্টি খাওয়ায় যুবমিলন ফাউন্ডেশনের সদস্যরা।