
৯৯ ডিজিটাল ডেস্ক, দুর্গাপুর : ইস্পাত কারখানায় ঘটে চলা একের পর এক দুর্ঘটনা নিয়ে
কতৃপক্ষের সঙ্গে আলোচনায় তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি অভিজিৎ ঘটক সহ তৃণমূল শ্রমিক সংগঠনের নতুন কমিটির সদস্যরা।
মঙ্গলবার দুপুরে দুর্গাপুর ইস্পাত কারখানার ইস্পাত ভবনে উচ্চ পদস্থ আধিকারিকদের সাথে এই আলোচনা সভা আয়োজিত হয়। তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি অভিজিৎ ঘটকের নেতৃত্বে দুর্গাপুর ইস্পাত কারখানার তৃণমূল শ্রমিক সংগঠনের নতুন কমিটির সদস্যরা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
মূলত, পর পর ইস্পাত কারখানায় ঘটে চলা একের পর এক দুর্ঘটনায় শ্রমিক মৃত্যুর কারণ এবং নিরাপত্তাই ছিল এদিন আলোচনার মূল বিষয়। আলোচনায়, শ্রমিকদের নিরাপত্তা বাড়ানোর দাবিতে সরব হন সংগঠনের সদস্যরা। একইসাথে, জানানো হয় শ্রমিক মৃত্যুর ঘটনায় তদন্তে নেমে যদি জানা যায় যে নির্দিষ্ট কারোর গাফিলতিতে এই ঘটনা ঘটেছে, তাহলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। মৃত শ্রমিকের পরিবারের একজনকে চাকরি দেওয়ারও দাবি জানানো হয়েছে, বললেন অভিজিৎ ঘটক।
এই আলোচনায় উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, শ্রমিক নেতা প্রভাত চট্টোপাধ্যায়, প্রাক্তন কাউন্সিলর দীপঙ্কর লাহা সহ দুর্গাপুর ইস্পাত কারখানা তৃণমূল শ্রমিক সংগঠনের সদস্যরা।