
৯৯ বাংলা ডেস্ক, দুর্গাপুর : কোর্ট পালানো আসামীকে পাকড়াও করলো পুলিশ। মঙ্গলবার গোয়েন্দা বিভাগের তৎপরতায় অন্দাল থানায় ডাকাতির মামলায় অভিযুক্ত শেখ নাসের আলী নামে এক আসামীকে। আসানসোলের শতাপদি পার্ক থেকে পাকড়াও করা হয়।দীর্ঘদিন ধরে নাসেরের খোঁজ চালাচ্ছিলেন গোয়েন্দা বিভাগের অধিকারিকরা। সূত্রের খবর, ডাকাতির কেসে দুর্গাপুর জেলে ছিলো। কোর্ট প্রোডাকশন এর সময় সে পালিয়ে যায় আরো দুই বিচারাধীন বন্দীর সাথে বছর খানেক আগে। আজ আসানসোল থেকে পুলিশ কমিশনারেট এর DD বিভাগের কয়েকজন অফিসারের নেতৃত্বে তাকে ধরে ফেলে। পুনরায় গ্রেপ্তার হয় ওই বিচারাধীন বন্দি।এই ক্ষেত্রে বড়সড় সাফল্য পেল পুলিশের গোয়েন্দা বিভাগ। জানা গিয়েছে, তার বিরুদ্ধে অন্ডল পি এস মামলা নং – 125/22 ধরা 392 IPC এবং দুর্গাপুর পি এস মামলা নং- 13/22 তারিখ 05/01/22 ধারা 224 IPC চলছিলো।