
অর্পণ ভট্টাচার্য,৯৯ বাংলা নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রীর পাঠানো অর্থ ঠিক খাতে খরচ করা হচ্ছে না। রাজ্য সফরে এসে শুভেন্দু অধিকারীর সুরে সুর মিলিয়ে বললেন জেপি নাড্ডা। তিনি বলেন, “আপনারা পদ্মে ভোট দিন, আমরা চোরদের জেলে ভরব। পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্য সফরে এসে বেথুয়াডহরির সভা থেকে এভাবেই রাজ্যকে তোপ দাগলেন জেপি নাড্ডা।
হাতেগোনা কয়েকটা দিন বাদেই পঞ্চায়েত ভোট। ভোটকে পাখির চোখ করে ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। তারই ফাঁকে মাঝে মধ্যেই প্রকাশ্যে আসছিল বিজেপির অন্তর্দ্বন্দ্ব। এই পরিস্থিতিতে বঙ্গসফরে আসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। বৃহস্পতিবার বেথুয়াডহরিতে জনসভা করেন তিনি। সেখানেই একাধিক ইস্যুতে রাজ্যকে নজিরবিহীনভাবে আক্রমণ করেন নাড্ডা। আবাস যোজনা থেকে শুরু করে কেন্দ্রের সমস্ত প্রকল্পে রাজ্য দুর্নীতি করছে বলে দাবি করেন তিনি। নাড্ডা বলেন, “কেন্দ্র কাজের জন্য টাকা পাঠাচ্ছে আর এখানে ঘোটালা হচ্ছে। গরু, বালি, কয়লা এমনকী শৌচাগার থেকেও টাকা খাচ্ছে তৃণমূল। ওরা সংবিধান পর্যন্ত মানেন না।” হুঁশিয়ারির শুরে বলেন, “সংবিধান না মানলে জনতা বিচার করবে।”
এরপরই তুলে ধরেন শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ। বলেন, “শুভেন্দু বলেন, চোর ধরো….আমিও বলছি, আপনারা পদ্মে ভোট দিন, আমরা চোর জেলে ভরব।” এদিনের জনসভা থেকে সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন জে পি নাড্ডা। বলেন, “আমি তো দিদিকে বলছি সংবিধান মানুন, রাগ কমান। দিদি এত রাগ করতে নেই। স্বাস্থ্যের জন্য ভাল না। সংবিধান মেনে কাজ করতে হয়।” সভা থেকে মোদির প্রশংসাও করেন নাড্ডা।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে নিউটাউনের হোটেলের সামনে দলের সর্বভারতীয় সভাপতি হিসাবে মেয়াদ বৃদ্ধি উপলক্ষে জে পি নাড্ডাকে সংবর্ধনা দেয় রাজ্য বিজেপি। তার পরই নদিয়ায় মায়াপুরে ইসকনের মন্দিরে যান বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তারপর বেথুয়াডহরির জুনিয়র ইস্টবেঙ্গল ময়দানে জনসভা করেন। ওই জনসভা থেকেই তিনি নজিরবিহীন ভাষায় রাজ্যকে আক্রমণ করেন।