
৯৯বাংলা নিউজ ডেস্ক: বাতিল হচ্ছে না কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বদের রাজ্য সফর। চলতি মাসেই বঙ্গ সফরে আসছে জে.পি নড্ডা । সূত্রের খবর, দলের জাতীয় কর্মসমিতির বৈঠকের পরেই রাজ্যে আসবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে.পি নড্ডা ।
প্রসঙ্গত, বিজেপি সূত্র মারফত জানা গিয়েছিল, চলতি মাসের ৭ ও ৮ জানুয়ারি দুদিনের রাজ্য সফরে আসার কথা ছিল বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার। তারপর ১৭ জানুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ১৯ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে আসবেন শোনা যাচ্ছিল। কিন্তু সেই সমস্ত কর্মসূচী বাতিল করা হয়েছে।
কিন্তু এরপর সমস্ত কর্মসূচী বাতিল হওয়ার ফলে বিপাকে পড়ে বঙ্গ বিজেপির দলীয় কর্মীরা। সামনেই পঞ্চায়েত নির্বাচন আর ২০২৪ এ লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে দেখছে বিজেপি। আর এই পরিস্থিতিতে রাজ্যবাসীর মন বুঝতে ও বঙ্গ বিজেপির দলীয় কর্মীদের টনিক দিতেই রাজ্য সফরে আসার কথা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিজেপির শীর্ষ নেতৃত্বদের। বিজেপি সূত্রে খবর জে পি নাড্ডার পাশাপাশি কয়েক দিনের মধ্যেই অমিত শাহ ও প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের দিনক্ষণও চুড়ান্ত হবে।