
মালদহ: গোপন সূত্রের খবরের ভিত্তিতে কালিয়াচক থানার পুলিশ অভিযান চালিয়ে মাদক পাচার চক্রের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করল। তার কাছ থেকে উদ্ধার করা হয়, প্রায় সাড়ে ১১ কেজি উন্নত মানের ব্রাউন সুগার। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে কালিয়াচক থানার রামনগর গ্রামে চৈতন্য মণ্ডল নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায়।তার শোয়ার ঘরে তল্লাশি চালিয়ে ১১.৫৯০ কেজি উন্নত মানের ব্রাউন সুগার উদ্ধার করে। সেখান থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করে। জানা গেছে ধৃতের নাম সীতেশ মন্ডল। সে ওই বাড়িরই বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরেই সীতেশ মন্ডল বেশ কিছু দুষ্কৃতিকারীকে নিয়ে এই বাড়িতে বসে মাদক পাচারের ব্যবসা চালিয়ে যাচ্ছিল। এবং যে উন্নত মানের ব্রাউন সুগার গুলো উদ্ধার করা হয়েছে সেগুলো সাধারণত বিদেশে নিয়ে যাওয়ার কাজে ব্যবহার করা হত। পুলিশ সূত্রে আরো জানা যায় স্থানীয় বাজারে ওই ব্রাউন সুগার গুলোর মূল্য প্রায় দুই কোটি টাকা কিন্তু আন্তর্জাতিক বাজারে এর মূল্য প্রায় ১২ কোটি টাকা। ধৃতের বিরুদ্ধে মাদক পাচার আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ১৪ দিনের জেল হেফাজতের আবেদন জানিয়ে পুলিশ আদালতে পেশ করেছে।