
৯৯ ডিজিটাল ডেস্ক,দুর্গাপুর : ৯৯ নিউজ বাংলার গত প্রতিবেদনে ইঙ্গিত ছিল কল্পতরু মেলা ঘিরে শাসকের গোষ্ঠীদ্বন্দ্ব। ৪৮ ঘন্টা পেরোতে না পেরোতেই প্রকাশ্যে এলো জাতীয় সড়কের দুই পারের শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব। বিগত কমিটির সদস্য তথা ৩১নং ওয়ার্ডের তৃণমূল কর্মী নয়ন মালাকার নতুন কমিটির বিরূদ্ধে অস্বচ্ছতার বিষ্ফোরক অভিযোগ আনলেন। তাঁর অভিযোগ, বিগত কমিটিকে না জানিয়ে,কোন আলোচনা না করে , ডিপিএলের কাছে অনুমতি না নিয়ে নতুন কমিটি মেলা পরিচালনার কাজ শুরু করে দিয়েছে। তাঁর অভিযোগ, জনৈক “পারভেজ” নামক এক ব্যাক্তি বি বি এন্টারপ্রাইজ নামক এক নাগরদোলা সংস্থার কাছ থেকে অগ্রিম ১ লক্ষ টাকা নিয়ে নিয়েছে। তিনি বলেন , যেহেতু ডিপিএলের জমিতে মেলা, তাই নিয়মানুসারে ডিপিএলের অনুমতি প্রয়োজন। কিন্তু এখনও পর্যন্ত সেই অনুমতি নেয়নি নতুন কমিটি। তাঁর অভিযোগ, “জিটি রোডের একপ্রান্তের কিছু মুষ্টিমেয় লোক মেলা দখলে রাখতে চেয়ে অপর প্রান্তকে ব্রাত্য করে রাখতে চাইছে”। নতুন কমিটির “চুপচাপ” কাজেই “ঘোটালা” দেখছেন পুরনো মেলা কমিটির গুরুত্বপুর্ন সদস্য।
বিগত কমিটির হয়ে এবার মেলা পরিচালনা করে দুর্গাপুর সাংষ্কৃতিক মেলা কমিটির ফান্ডে ২২ লক্ষ টাকা তুলে দেওয়ার অঙ্গীকার করেছেন নয়ন মালাকার। এবং চলতি বছরের মেলা পরিচালনা করার দায়িত্ব গ্রহন করার আবেদনও জানিয়েছেন তিনি। এই মর্মে তিনি নগর নিগমের প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন তথা মেলা কমিটির সভাপতি অনিন্দিতা মুখার্জীকে একটি চিঠিও দিয়েছেন। একই সাথে মন্ত্রী মলয় ঘটক,প্রদীপ মজুমদার সহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও চিঠি পাঠিয়েছেন বলে দাবি করেন নয়ন।
এ প্রসঙ্গে মেলা কমিটির সভাপতি তথা প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন অনিন্দিতা মুখার্জী জানান যে তিনি একটি চিঠি পেয়েছেন, যেখানে মেলা পরিচালনা করার আবেদন জানানো হয়েছে। কমিটির সবাই বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে নাগরদোলা সংস্থার কাছ থেকে টাকা নেওয়ার বিষয়ে তার কাছে কোন অভিযোগ জমা পড়েনি বলে জানান অনিন্দিতা দেবী।
নতুন মেলা কমিটির কোষাধক্ষ দীপঙ্কর লাহার বক্তব্যে কিন্তু অন্য ইঙ্গিত মিলেছে। তিনি বলেন যে বিগত দিনে এই মেলা ঘিরে যা হয়েছে,সে প্রসঙ্গে কাটাছেঁড়া না করেই নতুন কমিটি সুষ্ঠ ভাবে মেলা পরিচালনা করবে এবং সবাইকে নিয়েই মেলা হবে। এতে আতংকিত না হওয়ার পরামর্শ দীপঙ্করবাবুর।
মেলার রাশ কার হাতে থাকবে , এই নিয়েই আপাতত দড়ি টানাটানি শাসকের সংসারে। অতীতেও এভাবেই বারে বারে মেলা ঘিরে গোষ্ঠী দ্বন্দ প্রকাশ্যে এসেছে। যা দেখে আম জনতার প্রশ্ন, কল্পতরু মেলা ঘিরে এত আকচা আকচি কেন ? তাহলে কি এর পেছনে রয়েছে অন্যকোন “খেলা” ? প্রশ্ন ওঠে, কিন্তু উত্তর মেলে না ।