
৯৯ নিউজ বাংলা ডিজিটাল ডেস্ক ,দুর্গাপুর : কাজের দাবিতে গরু, বাছুর নিয়ে মৃত অস্থায়ী শ্রমিকদের পরিবার পরিজনের আন্দোলনে তোলপাড় দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ব মিশ্র ইস্পাত প্রকল্প। শুক্রবার কারখানার ইস্পাত প্রশাসনিক ভবনের সামনে প্রায় ১০০ অস্থায়ী শ্রমিকের পরিবার-পরিজনেরা গরু বাছুর নিয়ে আন্দোলনে সামিল হয়। তাদের অভিযোগ একাধিকবার কারখানা কর্তৃপক্ষের কাছে কাজের দাবি করা হলেও কোন কর্ণপাত করছে না কর্তৃপক্ষ। শ্রমিকদের পোষ্যদের অভিযোগ তাদের প্রাপ্য কাজ দেওয়া হচ্ছে বহিরাগতদের। যার জেরে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। কারখানা কর্তৃপক্ষকে বিষয়টি নিয়ে জানানো হলে তারা স্থানীয় নেতাদের কাছে যাওয়ার কথা বলে যাচ্ছেন বলেও অভিযোগ। নেতারা আবার তাদের কারখানা কতৃপক্ষের কাছে যাওয়ার কথা জানাচ্ছে। টালবাহানার মাঝে পড়েছেন তারা। সদর্থক আলোচনা করতে চাইছে না কারখানা কর্তৃপক্ষ বলেও অভিযোগ মৃত শ্রমিকদের পরিবার-পরিজনদের।
এই অভিযোগকে সামনে রেখে শুক্রবার রাষ্ট্রায়ত্ব মিশ্র ইস্পাত কারকানার গেটের সামনে ব্যাপক আন্দোলন শুরু করে। কারখানা কর্তৃপক্ষ এবং স্থানীয় বেশ কিছু নেতাদের নামে অভিযোগ তুলে তারা গরু বাছুর নিয়ে আন্দোলনে সামিল হয়। তবে মৃত শ্রমিকদের পরিবারের লোকজনেরা সাফ জানিয়ে দেন দ্রুত যদি তাদের কাজ দেওয়া না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন।
এই বিষয়ে আইএনটিইউসি জেলা সভাপতি সুভাষ সাহা জানান যে বিগত কয়েক বছরে প্রায় ১৩৫-১৫০ অস্থায়ী শ্রমিকের হয় মৃত্যু হয়েছে না হয় তারা অসুস্থ হয়েছে। মিশ্র ইস্পাতে এর আগেও অস্থায়ী শ্রমিকের পরিবারের সদস্যদের কাজ দেওয়া হলেও গত কয়েক বছর ধরে তা বন্ধ রয়েছে।তাঁর অভিযোগ ,আগের আইএনটিইউসি নেতৃত্বের বিরূদ্ধে নানান অভিযোগ ওঠায় তাদের সরিয়ে দেওয়া হয়েছে। তবে বর্তমানে তৃণমূল শ্রমিক সংগঠনের সাথে অশুভ আঁতাত হয়েছে কতৃপক্ষের, এমনই অভিযোগ শ্রমিক নেতার। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে বহিরাগতদের চাকরি হচ্ছে বলে অভিযোগ তাঁর। স্বীকৃত আইএনটিইউসি সংগঠনকে উপেক্ষা করে তৃণমূল শ্রমিক সংগঠন,যাদের স্বীকৃতি নেই ,তাদের সাথে “সিন্ডিকেট” করেছে কতৃপক্ষ, জানালেন আইএনটিইউসি জেলা সভাপতি।
তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা প্রভাত চট্টোপাধ্যায় সাফ জানিয়ে দেন তৃণমূলের সাথে এই ঘটনার কোন যোগ নেই। আইএনটিইউসি থাকলেও থাকতে পারে , তবে এই ঘটনার সাথে যদি কেউ জড়িত থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়টি নিয়ে জেলা তৃণমূল শ্রমিক সংগঠন কেও জানানো হবে বলে তিনি জানিয়ে দেন।