
সন্তোষ কুমার মণ্ডল, ৯৯ বাংলা নিউজ: ফের চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ।এই অভিযোগে আসানসোল দক্ষিণ থানার ভগৎ সিং মোড়ে এক বেসরকারি হাসপাতালে বিক্ষোভ মৃতের পরিবারের।বৃহস্পতিবার মৃতের পরিবার ও পরিজনেরা নার্সিংহোমের সামনে বিক্ষোভ দেখায়।এই ঘটনায় বেসরকারি হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।গণ্ডগোলের খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা গিয়েছে দিন কয়েক আগে এই বেসরকারি হাসপাতালে ধ্রুব ডাঙালের বাসিন্দা সনৎ দাসের অ্যাপেনডিস্ক অস্ত্রোপ্রচার করা হয়।অভিযোগ অস্ত্রোপ্রচার করার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়।তাকে সেখান থেকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছিল।বুধবার জেলা হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে।এদিন এই ঘটনার পর মৃতের পরিবারের তরফে ভগৎ সিং মোড়ের ওই বেসরকারি হাসপাতালে বিক্ষোভ দেখান।তাঁদের দাবি নার্সিংহোমের চিকিৎসার গাফিলতির জন্যই অ্যাপেন্ডিক্সের মতো একটি সাধারণ অপারেশনের পরেও রোগীর অবস্থা সঙ্কট জনক হয়ে ওঠে। ওই সময়ে তারা দায় এড়াতে জেলা হাসপাতালে পাঠিয়ে দেয়। তাই চিকিৎসায় গাফিলতির কারণে অবিলম্বে মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে তাঁরা বিক্ষোভে ফেটে পড়েন।