
৯৯ বাংলা নিউজ ডেস্ক : এবার পূর্ব মেদিনীপুরের বুকে ভুয়ো কল সেন্টারের পর্দাফাঁস। মরিশদা থানার পুলিশের হানা লেক টাউনে। ভুয়ো কল সেন্টারের আড়ালে চলছিল প্রতারণা চক্র। হানা দিয়ে গ্রেফতার ১২, উদ্ধার ল্যাপটপ কম্পিউটার হার্ডডিস্ক ও মোবাইল ফোন।
সূত্রে খবর, এই কল সেন্টারের আড়ালে বিভিন্ন সাধারণ মানুষকে ফোন করে টাওয়ার বসানোর নাম করে লক্ষ লক্ষ টাকা তাদের থেকে নেওয়া হতো। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। ফোন নাম্বার লোকেশন ট্র্যাক করে জানতে পারে লেকটাউন থানা এলাকার বাঙ্গুর ডি ব্লক ওয়ান বাই থ্রি বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে এরকমই একটা অফিস রয়েছে। এরপরই লেকটাউন থানার পুলিশকে সঙ্গে নিয়ে গতকাল সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তল্লাশি অভিযান চালায় মড়িশদা থানার পুলিশ। এই অফিস থেকে ৯ জন মহিলা সহ মোট ১২ জনকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয় একাধিক ল্যাপটপ, কম্পিউটার হার্ডডিক্স, মোবাইল ফোন,একটি স্কুটি বাইক সহ বিভিন্ন নথি। এই চক্রের পিছনে আর কারা কারা যুক্ত আছে তা তদন্ত করবে পুলিশ। ধৃতদের আজ বিধাননগর কোর্টে তোলা হবে।
ভুয়ো কল সেন্টারে আড়ালে প্রতারণা চক্র, কোম্পানির নাম এম হাই প্রাইভেট লিমিটেড। লেকটাউনের রেডে উদ্ধার হয়েছে, ল্যাপটপ ৩টি, ৪৫টি মোবাইল ফোন , ১টিস্কুটি, একাধিক ব্যাংক একাউন্ট এর পাসবুক ও ছয়টা হার্ড ডিস্ক।
প্রসঙ্গত, গতকাল লেকটাউনে একটি ভুয়ো কলসেন্টারে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ১২ জনকে। ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয় একাধিক নথি সহ মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার এবং হার্ড ডিস্ক সহ ফোন আরো অনেককিছু। অভিযুক্ত কলসেন্টারগুলির বিরুদ্ধে টাওয়ার বসানোর নামে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আসছিল। একাধিক অভিযোগের ভিত্তিতে একটি কলসেন্টারে অভিযান চালায় পুলিশের একটি দল।