
৯৯ বাংলা ডেস্ক, দুর্গাপুর : বছরের মুখেই পঞ্চায়েত ভোট। আর এই ভোটকে কেন্দ্র করে চলছে রাম বাম শ্যাম এর লড়াই। এছাড়াও চলছে, বহু প্রকল্প। জনসংযোগে দ্বারা এইসকল কেন্দ্রীয় প্রকল্প সফল হচ্ছে কি না , তা খতিয়ে দেখতে গ্রামে গ্রামে চলছে রাজনৈতিক দলের আগমন।
এরূপ প্রকল্প খতিয়ে দেখতে মঙ্গলবার দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরাই দুর্গাপুরের মায়াবাজার বস্তি রেলপাড় এলাকায় পৌঁছায়। হঠাৎ তাঁকে ঘিরে স্লোগান দুর্গাপুরের মায়াবাজার বস্তি রেলপাড় এলাকার বাসিন্দাদের। আজকে দুর্গাপুরের রেলের সম্প্রসারণ কাজের জন্য রেলের তরফে দেওয়া উচ্ছেদ নোটিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন ওই অঞ্চলের প্রায় শতাধিক পরিবার।
ঘটনাস্থলে বিজেপি বিধায়ক পৌঁছানোর পর বিক্ষোভকারীদের মধ্যে যেন বারুদে অগ্নিসংযোগ ঘটে। এই ঘটনায় সংবাদমাধ্যমের সামনে এক প্রকার ধাক্কা দিয়ে এলাকা ছাড়া করা হয় বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুইকে। পুরো ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় দুর্গাপুরের মায়াবাজার রেল বস্তি এলাকায়।