
কৌশিক বসু,দুর্গাপুর
“তোমায় সাজাব যতনে…
কুসুমে রতনে ..
কেয়ুরে কঙ্কনে কুমকুমে চন্দনে..”
কনে সাজানোর এই প্রথা চলে আসছে যুগ যুগ ধরে। কিন্তু সেটাও যে একটা সময়ে এসে রীতিমত কর্পোরেট মোড়কে হোল টাইম প্রফেশন হয়ে যাবে , এতটা বোধহয় ভাবা যায়নি। কিন্তু বর্তমান প্রজন্ম যে ক্রমেই এই পেশার দিকে ঝুঁকছে , তার প্রমান পাওয়া গেল এই শহর দুর্গাপুরেই। এই শহরেরই এক সংস্থা , “চয়েস ফাউন্ডেশন ” গত প্রায় পাঁচ বছর ধরে এই মেক আপ শিল্পীদের একছাতার তলায় আনার চেষ্টা করছে এবং এনেওছে। তাই সংস্থার কর্তা কৃষ্ণেন্দু লায়েক জোর গলায় দাবি করতেই পারেন যে বর্তমানে এই সংস্থার সাথে প্রায় ২৩০০ মেক আপ শিল্পী জড়িয়ে আছেন এবং আগামী দিনে তা ক্রমবর্ধমান। কৃষ্ণেন্দু বাবু জানান যে মেক আপ শিল্পীরা বেশীরভাগ ক্ষেত্রেই কোন সার্টিফিকেট পান না , এই সংস্থা তাদের সার্টিফিকেটের ব্যবস্থা করে। শুধু সার্টিফিকেটই নয় , তাদের কাজের বরাত পেতেও সাহায্যের হাত বাড়িয়ে দেয় এই সংস্থা। শুধু দুর্গাপুর বা এই রাজ্য নয় , চয়েস ফাউন্ডেশনের সাথে মহারাষ্ট্র,গুজরাট,অসম,দিল্লী বিভিন্ন প্রান্তের মেক আপ শিল্পীরা জড়িয়ে আছে বলে জানান সংস্থার কর্নধার।
রবিবার দুর্গাপুরের সিটিসেন্টারে এই সংস্থার থিম সং রিলিজ হল। প্রকাশ করলেন দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জী , সঙ্গে ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডা: নবারুন ব্যানার্জী , নগর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্যা রাখী তেওয়ারী, প্রাক্তন পুরপিতা দেবব্রত সাঁই,প্রাক্তন বোরো চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার ও প্রাক্তন পুরমাতা ধৃতি ব্যানার্জী জালান। থিম সংটি গেয়েছেন বিশিষ্ট সাংবাদিক ও কন্ঠ শিল্পী সঞ্জীব সুঁই ও গায়িকা বৃষ্টি মুখার্জি।

এক অত্যন্ত ঘরোয়া এই অনুষ্ঠানে আসতে পেরে কার্যত উচ্ছসিত দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জী। তিনি বলেন , দুর্গাপুর হচ্ছে দক্ষিন বঙ্গের হৃদপিন্ড, এখানে বিভিন্ন জেলা থেকে মানুষ আসেন। সেই শহরে একটা পেশার অসংগঠিত লোকেদের একছাদের তলায় আনার যে কাজ এই সংস্থা করছে ,তা নি:সন্দেহে প্রসংশনীয়। তিনি আরও বলেন যে বর্তমানে মেক আপ শিল্পীদের কাজের পরিধিও বাড়ছে , চাহিদাও বাড়ছে। উদাহরনস্বরূপ তিনি বলেন বিয়ের তারিখে কনে সাজানোর জন্য এক একজন মেক আপ শিল্পীদের কাছে লম্বা লাইন পড়ে যায়।
তবে শুধু বিয়েই নয় , এখন যে কোন অনুষ্ঠানে পুরুষ হোক কিংবা নারী , দুজনেই দ্বারস্থ হচ্ছে মেক আপ শিল্পীদের কাছে। সুন্দর মুখের জয় সর্বত্র , তাই মেক আপ শিল্পীদের কদর বেড়েছে , জানালেন বিশিষ্ট আইনজীবি তথা প্রাক্তন পুরপিতা দেবব্রত সাঁই। সেই সব শিল্পীদের একছাদের তলায় আনার জন্য সংস্থাকে শুভেচ্ছা জানান প্রত্যেক অতিথিরা। সংস্থার থিম সং ” আমরা করব জয়…নিশ্চয়” এর সুরেই তাঁরা বলেন জয় হোক মেক আপ শিল্পীদের , জয় হোক “চয়েস ফাউন্ডেশনের মহৎ উদ্যোগের।