
বিশ্বজিৎ সাহা, ৯৯বাংলা ডেস্ক: বেহাল অবস্থা শৌচালয় ও পাণীয় জলের এমনই ছবি ধরা পড়লো মালদহের হবিবপুর ব্লকের আইহো বাসস্ট্যান্ডের ছাগল হাট এলাকায়, আইহো বাস স্ট্যান্ডে এই একটি মাত্র শৌচাগার রয়েছে কিন্তু তার অবস্থা বেহাল,জলের ব্যবস্থা রয়েছে জল নেই।
জানা গিয়েছে , আইহো গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আইহো বাসস্ট্যান্ডের সুবিধার্থে তৈরি করা হয় এই শৌচালয় ও পানীয় জলের জন্য ট্যাংঙ্ক এলাকাবাসীর অভিযোগ। শৌচালয় ও জলের ট্যাংঙ্ক তৈরি পর থেকেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে, যার জেরে আইহো বাস স্ট্যান্ডে আসা যাত্রীদের সমস্যায় পড়তে হচ্ছে শৌচালয় যাওয়ার জন্য তাদের অভিযোগ, শৌচালায় থাকলেও তা ব্যবহারের যোগ্য নয়।খারাপ অবস্থায় রয়েছে শৌচালয় টি। গ্রাম পঞ্চায়েতে জানানোর পরেও তাদের তরফ থেকে ঐ শৌচালয়ের কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না এলাকাবাসীর অভিযোগ। শৌচালয়টি চালু করলে খুব উপকৃত হবে আইহো বাসষ্ট্যান্ড থেকে শুরু করে এলাকার দোকানদারেরা।