সন্তোষ কুমার মন্ডল, ৯৯ বাংলা নিউজ ডেস্ক : একজন পূর্ণ বয়স্ক নিখোঁজের ঘটনায় দানা বাঁধছে রহস্য। রানীগঞ্জের নিমচা ফাঁড়ির অন্তর্গত চলবলপুরের বাসিন্দা বছর ৪৭ বছরের বয়সী বিপিন গোপের খোঁজে চলছে জোর তল্লাশি। সোমবার সকাল চারটে সময় বাড়ির রান্নার কাজে কয়লা জোগাড় করতে বেরিয়েছিল সে। তারপর থেকেই সে নিখোঁজ। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক বিক্ষোভে ফেটে পড়ে তার পাড়া-প্রতিবেশী পরিজন। এমনকি চলে দীর্ঘ সময় ধরে বিক্ষোভ আন্দোলন।
আজ দিনভর নানান আন্দোলন লক্ষ্য করা গেছে। সেখানেই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের পুলিশ নিখোঁজের খোঁজে চালাচ্ছে। পুলিশ কমিশনারের ডগ স্কোয়ার্ড এসে পৌঁছেছে খোঁজ তল্লাশির জন্য। সেখানে রাত্রি থেকেই বিপর্যয় মোকাবিলার বিশেষ দল আই সি এল এর পরিত্যক্ত এক কয়লা খনি মুখে খোঁজ চালাচ্ছে সেই ব্যক্তির। কিন্তু তারপরও কোন হদিস মিলল না নিখোঁজ ওই ব্যক্তির। ডগ স্কোয়াডের দ্বারা ওই ব্যক্তির খোঁজে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেও কোন সমাধান সূত্র বের করতে পারেনি।
একই ভাবে বিপর্যয় মোকাবেলার, ডিজাস্টাস ম্যানেজমেন্ট গ্রুপের সদস্যরাও জোর তৎপরতা দেখালেও কোন হদিশ পায়নি তার। তাই নিখোঁজ ব্যক্তির খোঁজ পাওয়ার দাবিতে বারংবার আন্দোলন করতে দেখা গেলেও সকলেই এখন প্রশ্ন করতে শুরু করেছে নিরুদ্দেশ ওই ব্যক্তি গেল কোথায়। যদিও পুলিশ এ নিয়ে দিকে দিকে তল্লাশি চালিয়ে ও সংলগ্ন এলাকায় জিজ্ঞাসাবাদ করে এই নিখোঁজের সন্ধানে তথ্য সংগ্রহ শুরু করেছে। এখন দেখার ওই নিখোঁজ ব্যক্তির খোঁজ কিভাবে করে পুলিশ। সকলেই এখন সেদিকেই তাকিয়ে।