
কৌশিক বসু,দুর্গাপুর : বাড়ী থেকে এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল দুর্গাপুরের ১১ নং ওয়ার্ডের শ্রীনিকেতন এলাকায়। জানা গেছে ভাষ্কর সামন্ত নামে ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। আগে তবলা বাদক হিসেবে তাঁর পরিচিতি ছিল, বর্তমানে ওই বাড়ীতে একাই থাকতেন। মৃতের বয়স আনুমানিক ৫৩। ওই বাড়ী থেকে পচা দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা বুধবার সকাল ১০:০০ টা নাগাদ খবর দেয় দুর্গাপুর থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ভাস্কর বাবুর বাড়ির দরজা ভাঙতেই পচাগলা দেহ দেখতে পায় পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। স্থানীয়রা জানায় দীর্ঘদিন ধরে অসুস্থ এবং মানসিক ভারসাম্যহীন ছিলেন ভাস্কর বাবু। মৃতের এক আত্মীয় জানান যে বেশ কয়েকদিন আগে ওনাকে শেষবার দেখেছিলেন । তবে নিছকই শারীরিক অসুস্থতা নাকি এর পেছনে রয়েছে অন্য কোন রহস্য ? ময়নাতদন্তর রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর কারন জেনে তদন্ত এগিয়ে নিয়ে যাবে পুলিশ।