
সৈয়দ মফিজুল হোদা,বাঁকুড়া:- পঞ্চায়েত নির্বাচনকে লক্ষ্য করে চালু করা ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি চলছে দিকে দিকে। মানুষের অভাব অভিযোগের কথা শুনতে হচ্ছে এই ‘দিদির দূত’দের। তেমনি আজ মঙ্গলবার বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের আকুই ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঝিকনারা গ্রামে ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিকে বাস্তবায়নের লক্ষ্যে সাধারণ মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা।
আর এই দিন দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে গিয়ে হঠাৎ ঝিকনারা প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের গুণগতমান খতিয়ে দেখতে যান, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা টিএমসির সভাপতি তথা বরজোড়ার বিধায়ক অলোক মুখার্জি সহ বিষ্ণুপুর সাংগঠনিক জেলা টিএমসির মহিলা সভানেত্রী সঙ্গীতা মালিক সহ ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদসহ অন্যান্য নেতৃত্বরা। সেই খানে গিয়ে তারা মিড ডে মিলের খাবার পরীক্ষা করেন এবং স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে কথাবার্তা বলেন।একই সঙ্গে এলাকার সাধারণ মানুষের তাদের অভাব অভিযোগের কথা তুলে ধরতেও ভুলেনি উপস্থিত তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্বদের কাছে।
আর এই সমস্ত কিছু পরিদর্শনের পর জেলা সভাপতি তথা বিধায়ক অলোক মুখার্জি বলেন আমরা হঠাৎই স্কুলে হানা দিয়েছি তবে যা দেখলাম তাতে এখানের পরিবেশ খুবই ভালো,খারাপ হলে আমি অবশ্যই রিপোর্ট করতাম।