
৯৯ ডিজিটাল ডেস্ক , লাউদোহা : মঞ্চ ছিল প্রস্তুত , এলেন,দেখলেন কিন্তু জয় করলেন কি না, তা সময় বলবে। তবে যেটা দেখলেন , তা খুব একটা সুখকর হলনা বিজেপির স্টার ক্যাম্পেনার মহাগুরু মিঠুন চক্রবর্তীর কাছে। দলের রাজ্য সভাপতি,বিধায়ক সহ সাংঠনিক জেলার প্রায় সব কর্মকর্তার সামনেই মহাগুরুর কাছে দলীয় নেতৃত্বের প্রতি ক্ষোভ উগরে দিলেন দলের নীচুতলার কর্মীরা। জেলা সভাপতি দিলীপ দে সহ একাধিক জেলা নেতৃত্বের প্রতি নীচুতলার কর্মীদের সর্বস্তরে ক্ষোভ। ভোট পরবর্তী হিংসায় দলীয় নেতৃত্বকে পাশে পাননি বলে ক্ষোভ উগরে দেন সালানপুর ব্লকের এক মহিলা নেত্রী যমুনা সমাদ্দার। মাইক্রোফোন হাতে পাওয়ার সুযোগে সভাস্থলের বিভিন্ন প্রান্ত থেকে ক্ষোভ উগরাতে শুরু করেন কর্মীরা। তাদের অভিযোগ,প্রয়োজনে কোন নেতৃত্বকে ফোনে পাওয়া যায় না। মঞ্চে দৃশ্যতই বিড়ম্বনায় পড়তে হয় জেলা নেতৃত্বকে। জনপ্রিয় রিয়েলিটি শোয়ের সফল সঞ্চালক মিঠুন চক্রবর্তীর শরীরি ভাষায় অস্বস্তি ফুটে ওঠে। যদিও যথেষ্ট পেশাদারিত্বের ভঙ্গীতে তিনি ক্ষোভ বিক্ষোভ সামলে সবাইকে এক হয়ে চলার পরামর্শ দেন এবং পঞ্চায়েতে জয় উপহার দিলে তিনি ফের আসবেন বলে প্রতিশ্রুতি দেন।
রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কর্মীদের ক্ষোভ প্রসঙ্গে বলেন যে তৃণমূলী সন্ত্রাসে কর্মীদের পাশাপাশি নেতৃত্বও সেই সময় কিছুটা ভীত হয়ে পড়েছিলেন , তবে এই সমস্যা এখন আর নেই বলে মন্তব্য তাঁর। যদিও এদিনের কর্মসূচীর পরে বিজেপি জেলা নেতৃত্বের কপালে দৃশ্যতই অস্বস্তির ভাঁজ । আসন্ন পঞ্চায়েতে সবাইকে একজোট করে শাসক দলকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়াই এখন জেলা নেতৃত্বের কাছে মস্ত চ্যালেঞ্জ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।