
৯৯ ডিজিটাল ডেস্ক,পূর্ব বর্ধমানঃ পারিবারিক অশান্তির জেরে মদ্যপ দাদার হাতে মৃত্যু হলো ভাইয়ের। পূর্ব বর্ধমানের মেমারি থানার বোহার গ্রামের এই ঘটনায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মৃত যুবকের নাম মাধাই প্রামাণিক।
পরিবার সূত্রে খবর, গত রাত্রে মৃতের দাদা জগাই প্রামাণিক মদ্যপ অবস্থায় বাড়ী ফেরে। এরপর স্ত্রী এর সাথে বচসায় জড়িয়ে পড়ে সে এমনকি মারধর করে বলেও অভিযোগ। এখানেই থেমে থাকেনি অভিযুক্ত মাধাই তার রোষ গিয়ে পড়ে মা বাবার উপর, পরিবারের সদস্যদের দাদার হাত থেকে বাঁচাতে এগিয়ে আসে মাধাই। তখনকার মত অশান্তি থেমে গেলেও, মধ্যরাত্রে ফের অশান্তিতে জড়িয়ে পড়ে দুই ভাই। বচসা, যা পরে হাতাহাতিতে পরিনত হয়। বাঁশদিয়ে মাধাইয়ের মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় সেখানেই লুটিয়ে পড়ে মাধাই। কালনা মহকুমা হাসপাতাল ও পরে বর্ধমান মেডিকেলে ভর্তি করা হলে বৃহস্পতিবার দুপুরে মৃত্যু হয় মাধাইয়ের। ঘটনার তদন্তে মেমেরি থানার পুলিশ।
