
৯৯ বাংলা নিউজ ডেস্ক: চলন্ত অটোতে তরুণীর শ্লীলতাহানির অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে৷ ঘটনায় অটো চালক ও এক যাত্রীকে গ্রেফতার করে পুলিশ৷ ঘটনাটি ঘটেছে রাজারহাটের নারায়ণপুর থানা এলাকায়৷ ঘটনার তদন্তে নেমেছে নারায়ণপুর থানার পুলিশ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে ওই তরুণী বাড়ি যাওয়ার জন্য রাজারহাট নিউটাউন জগাড়ডাঙ্গা থেকে ভাতুরিয়ায় যাওয়ার উদ্দেশ্যে অটোতে ওঠেন৷ অভিযোগ, চলন্ত অটোতে বসে থাকা এক মদ্যপ যুবক ও অটো চালক তরুণীর শ্লীলতাহানি করে৷ এরপর ওই তরুণী চিৎকার শুরু করেন৷
তরুনীর তিৎকার শুনে স্থানীয়রা অটোটিকে থামায়ি তরুণীকে উদ্ধার করে৷ অটো চালক এবং ওই যাত্রীকে আটকে রেখে নারায়ণপুর থানায় খবর দেয় স্থানীয় বাসিন্দারা৷ খবর পেয়ে ঘটনাস্থলে এসে ওই দুই যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে যায় নারায়ণপুর থানার পুলিশ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় ওই চালকও মদ্যপ অবস্থায় ছিলেন৷ ধৃত অটো চালকের নাম বাপ্পা মোল্লা (২৭) ও তার সঙ্গী গফফার আলী মোল্লা (২৫)৷ ধৃত দুজনের বাড়ি রাজারহাট লাউহাটি এলাকায়৷ বৃহস্পতিবার ধৃত যুবকদের ব্যারাকপুর আদালতে তোলা হয়৷