
৯৯বাংলা নিউজ ডেস্ক: কড়া হিন্দুত্ববাদের জন্য বহুবার আরএসএস এবং দলের প্রধান মোহন ভগবতের বিরুদ্ধে সরব হয়েছেন AIMIM প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। মুসলিমদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য ফের এবার মুখ খুলেছেন তিনি। মোহন ভগবত নাকি সরাসরি “মুসলিমদের বিরুদ্ধে সহিংস” হওয়ার জন্য দেশের মানুষকে উস্কানি দিচ্ছেন। এমনটাই বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি।
মুসলিমদের অবশ্যই “তাদের আধিপত্যের দাম্ভিক বক্তব্য পরিত্যাগ করতে হবে”, এই মন্তব্যই একটি সাক্ষাৎকারে করেছিলেন আরএসএস প্রধান। সেই কথারই পাল্টা জবাব দিয়েছেন ওয়াইসি। অভিযোগ করে বলেছেন, “মুসলিমরা কেবল সমতা এবং সমান নাগরিকত্বের কথা বলছে, আধিপত্য নয়। তাদের (আরএসএস) জন্য বৈচিত্র্য দেশবিরোধী। তিনি (মোহন ভাগবত) মুসলমানদের বিরুদ্ধে সহিংসতা করতে সরাসরি মানুষকে প্ররোচিত করছেন। ” পরেই তিনি বলেছেন, “তিনি কখনই মুদ্রাস্ফীতি, বেকারত্ব, ভারত-চীন এবং রুপির মান নিয়ে কথা বলবেন না।”
এই সপ্তাহের শুরুতে, মোহন ভাগবত সাক্ষৎকারে রাজনৈতিক মহলে ঝড় তুলেছিলেন। বলেছিলেন, , “সরল সত্য হল – হিন্দুস্তান হিন্দুস্তানই থাকবে। আমাদের মুসলিম সম্প্রদায় নিরাপদ এবং সুরক্ষিত। আজকের ভারতে তাদের কোনো ক্ষতি হয় না।” এখানেই থেমে নেই তিনি। বুধবার মোহন ভাগবত বলেছেন ধর্ম হল ভারতের অপরিহার্য প্রকৃতি ( সত্ত্বা) এবং সনাতন ধর্ম হল হিন্দু রাষ্ট্র। তিনি বলেছেন,“ধর্ম এই দেশের সত্ত্বা এবং সনাতন ধর্ম হল হিন্দু রাষ্ট্র (হিন্দু জাতি)। যখনই হিন্দু রাষ্ট্র উন্নতি করে, তখনই কেবল সেই ধর্মের জন্যই উন্নতি হয়। এবং এখন ঈশ্বরের ইচ্ছাতেই সনাতন ধর্মের উত্থান হয় এবং তাই হিন্দুস্তানের উত্থান নিশ্চিত।” কবে ধর্ম নিরপেক্ষ দেশ হিসাবে বিবেচিত ভারতে আরএসএস প্রধানের মন্তব্য ঘিরে প্রায়শই বিতর্কের সৃষ্টি হয়।