
৯৯ নিউজ বাংলা ডিজিটাল ডেস্ক, দুর্গাপুর : বৃহস্পতিবার দুপুর ১২:২৫ নাগাদ দুর্গাপুর ফরিদপুর ব্লকের জেমুয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বাড়িতে বাড়িতে গিয়ে এলাকার মানুষদের সাথে জনসংযোগ করলেন পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। মানুষের সমস্যার কথা শুনলেন। সমাধানের আশ্বাসও দেন। তবে আবাস যোজনার ঘর নিয়ে মহিলাদের ক্ষোভের মুখে পড়তে হয় বিধায়ককে। বিধায়ক মহিলাদের কাছে সেই অভিযোগ শুনে সেগুলি সমাধানের আশ্বাস দিলেন। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগে বিধায়ক বলেন ,”কেন্দ্রীয় সরকার রাজ্যের একাধিক প্রকল্পের টাকা আটকে দিচ্ছে। তবুও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এলাকায় এলাকায় উন্নয়ন করছেন।” এখনো যেসব সরকারি প্রকল্পের কাজ আটকে রয়েছে এলাকায় সেই সব সমস্যার কথা বিধানসভায় তুলে ধরা হয়েছে বলেও দাবি করেন বিধায়ক। এলাকাবাসীদের সাথে জনসংযোগের পর এলাকার উপ-স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেন এবং স্বাস্থ্যপরিষেবা নিয়েও খোঁজ খবর নেন। শেষে আদিবাসী বাড়িতে এদিনের মধ্যাহ্নভোজন সারেন। দলিত পরিবারের সঙ্গে বসে মধ্যাহ্নভোজন করেন বিধায়ক। মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, ডাল, আলু পোস্ত, কাতলা মাছের টক, কুলের চাটনি। বিধায়কের জনসংযোগের প্রশংসা করলেন এলাকাবাসীরা।