
নিজস্ব প্রতিবেদন , অন্ডাল : আসানসোল-দুর্গাপুর দু’নম্বর জাতীয় সড়কে অন্ডাল থানার কাছে একজন সাইকেল আরোহী ভদ্রলোককে তার সাইকেলের সাথে লাগানো একটি লাউডস্পীকারে দেশাত্মবোধক গান বাজাতে দেখে তাকে থামিয়ে তার যাত্রা সম্পর্কে জিজ্ঞাসা করতেই,জানা যায় তার ভারতবর্ষের প্রতি দেশপ্রেম।
সংবাদ মাধ্যমকে তিনি জানান, তার নাম তসবীর ফোগাট, যিনি হরিয়ানা রাজ্যের চরখি দাদরি জেলার বাসিন্দা।তিনি চান আমাদের দেশ শহীদদের স্বপ্নের ভারত হোক।দেশপ্রেমের বার্তা নিয়ে গত সাত বছর সাইকেল নিয়ে বহু দেশ ভ্রমণ করেছেন।এ পর্যন্ত প্রায় এক লাখ কিলোমিটার সাইকেল চালিয়েছেন তিনি বলে জানান। তিনি ভগৎ সিং, রাজগুরু, সুখদেব সুভাষ চন্দ্র বসুর মতো বীরদের আত্মত্যাগের কাহিনী দ্বারা অনুপ্রাণিত। তসবির বাবু বলেন, তিনি তাদের সকলের জীবনী অধ্যয়ন করেছি। এই সমস্ত বীরগণ দেশবাসীর উন্নতির জন্য তাদের স্বাচ্ছন্দ্যকে সম্পূর্ণরূপে বিসর্জন দিয়েছিলেন। তাঁর স্বপ্ন ছিল স্বাধীন ভারতে মানুষ সুশৃঙ্খল, শিক্ষিত এবং মর্যাদাপূর্ণ থাকবে। নিজের ভাষা, সংস্কৃতি, চিন্তাভাবনা নিয়ে গর্ব করতে শিখুন।সম্ভাব্য সব দেশীয় জিনিস গ্রহণ করুন।
এছাড়াও তিনি বলেন, কিন্তু বর্তমানে আমাদের দেশ নোংরা রাজনীতির শিকার হয়ে পড়েছে।মানুষ অন্য মানুষের শত্রুতে পরিণত হয়েছে।সর্বত্র লুটপাট চলছে।দেশবাসীকে মনে রাখতে হবে, আমরা যে স্বাধীনতা পেয়েছি তা মূল্যবান। আমাদের পূর্বপুরুষরা বছরের পর বছর ধরে ব্রিটিশদের অত্যাচার সহ্য করেছেন।বীর শহীদের আত্মত্যাগের কারণে আমরা স্বাধীন ভারতে বসবাসের সৌভাগ্য পেয়েছি।
বর্তমানে দেশবাসী আবারো দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হচ্ছে। এবার দাসরা আমাদেরকে ব্রিটিশ বানাচ্ছে না, আমাদের আপন লোক করছে।দেশের প্রতি প্রতিটি মানুষের দায়িত্ব বোঝা উচিত। নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব বজায় রাখতে হবে। আমাদের সকলের সংহতি দিয়েই আমরা আমাদের শহীদদের স্বপ্নের ভারতে পরিণত করতে পারব।তিনি বলেন, যতদিন আমার শরীরে প্রাণ থাকবে ততদিন দেশপ্রেমের বার্তা নিয়ে দেশভ্রমণ করে যাব সাইকেল নিয়েই।

