
৯৯ বাংলা নিউজ ডেস্ক, দিল্লি : প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে বায়ুসেনা প্রস্তুতির মহড়া শুরু হবে আগামী ১৯ জানুয়ারি থেকে। তার জেরে আগামী ১৯ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত বেশ কিছু বিমান বাতিল এবং সময় বদল করা হয়েছে। আগামী ২৬ জানুয়ারি কুচকাওয়াজ উপলক্ষ্যেও বাতিল করা হয়েছে বেশ কিছু বিমান। শুক্রবার বিবৃতি দিয়ে একথা জানিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।
এবার অ্যায়ার ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে যে , আগামী ৬ দিন বাতিল করা হবে একাধিক বিমান৷ শুধু তাই নয় চলতি বিমানেরও বদল করা হবে সময়৷ আগামী ১৯ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত বহু বিমান বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ সেই সঙ্গে ২৬শে জানুয়ারিও বাতিল করা হবে অনেকগুলি বিমান৷ ওদিনও নিয়ন্ত্রণ করা হবে বিমানগুলি৷
এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের তরফে আরও জানানো হয়েছে, দিল্লির আকাশে বায়ুসেনার বিমানের মহড়া চলবে। তাই বিপত্তি এড়াতেই আগামী ১৯ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি এবং ২৬ জানুয়ারি সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত সময়কালে কিছু বিমান নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে যাত্রীরা যাতে কোনও সমস্যায় না পড়েন, সেজন্য ১৯ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি এবং ২৬ জানুয়ারি দিল্লি বিমানবন্দরের সমস্ত যাত্রীদের উড়ানের নতুন সময়সূচির দিকে নজর রাখার ব্যাপারে অনুরোধ করা হয়েছে।
প্রসঙ্গত, ২৬ জানুয়ারি, সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্যে দেশজুড়ে বিশেষ অনুষ্ঠান পালিত হয়। নয়াদিল্লিতে কুচকাওয়াজের বিশেষ অনুষ্ঠান হয়। সেই কুচকাওয়াজের অনুষ্ঠানে সামিল হয় স্থল, নৌ ও বায়ু সেনাবাহিনী। তারই প্রস্তুতি হিসাবে আগামী ১৯ জানুয়ারি থেকে রাজধানীর আকাশে মহড়া শুরু করবে বায়ুসেনা বাহিনী। দেশের তিন সেনাবাহিনী ছাড়াও এই কুচকাওয়াজের অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রের উপর রাজ্যের ট্যাবলো থাকে। এছাড়া বিদেশের বিশেষ অতিথি উপস্থিত থাকেন অনুষ্ঠানে। গত দুবছর করোনার কারণে বিদেশের কোনো অথিতি অনুষ্ঠানে যোগ দিতে পারেনি