
৯৯ বাংলা নিউজ ডেস্ক : বছরের শুরুর কয়েকমাস পরেই পঞ্চায়েত ভোট নির্বাচন৷ রাজ্যে বেজে উঠবে পঞ্চায়েত ভোটের দামামা৷ ফেব্রুয়ারিতে পঞ্চায়েত ভোটের কথা হলেও পরে তা পরিবর্তন হয়ে মার্চ-এপ্রিল মাসই বলা হয় নবান্ন থেকে৷ কারণ, ফেব্রুয়ারিতে স্কুল পেতে সমস্যা হবে তাই৷
২১’এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে তৃণমূলের হয়ে দাঁড়িয়েছিলেন নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু শুভেন্দু অধিকারীর কাছে হেরে গিয়েছিলেন তিনি৷ এরপর এরাজ্যের শাসকদল পঞ্চায়েত নির্বাচনে নন্দীগ্রামকে পাখির চোখ করেছে৷ হারানো জমি ফিরে পেতে ফের মরিয়া রাজ্যের ঘাষফুল শিবির। তাই পঞ্চায়েত নির্বাচনের আগে শুভেন্দুর গড়ে ‘নতুন উপহার’ দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কী সেই উপহার? এই বিষয়ে জানালেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ৷ তিনি নিজের টুইটার হ্যান্ডেলে একটি টুইট করে উপহারের বিষয়ে পরিষ্কার করে জানিয়ে দেন৷
সেখানে কুণাল ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে লেখেন, পূর্ব মেদিনীপুরকে নতুন উপহার দিয়েছেন। নির্বাচনের সময়ে দেওয়া কথা রাখছেন তৃণমূল মুখপাত্র মমতা বন্দ্যোপাধ্যায়৷ হলদিয়া এবং নন্দীগ্রামের মধ্যে তৈরি হবে সেতু। ডিপিআর তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। একটু সময় লাগলেও বিপুল সংখ্যক মানুষের উপকার হচ্ছে। রেল, হাসপাতাল, বিভিন্ন উন্নয়ন স্কিমের পর এটি নতুন উপহার।