

৯৯ ডিজিটাল ডেস্ক : সূর্য্য ওঠে , আবার অস্তও যায় এটাই জগতের নিয়মাবলী , কিন্তু সেই ওঠা-নামার সাক্ষী হতে থাকা প্রজন্মের বিবর্তনে এখন লাল চন্দ্রোদয়ের কাটতি বেশী মার্কেটে। মানে ব্যতিক্রমী হয়ে আলাদা ভাবুক হওয়াতেই টি আর পি । গোদা বাংলায় বোঝায় “জরা হাটকে” গোছের এক এ্যাটিটিউড ! আর এই “হাটকে” সংষ্কৃতিতেই এখন মজে বাঙ্গালি। মজার ব্যাপার হল , এতেই বেশ কাটছে জীবন। আর এই অফবিট প্রিয় বাঙ্গালী জমিয়ে দিয়েছে “বেওসা” । নাওয়া, খাওয়া, ঘোরা,ঘুমোন , জেগে থাকা , সবেতেই অফবিটের চাহিদা তুঙ্গে।
আজীবন “পাতুরি”র সর্ষেতে মাখামাখি ইলিশ এখন সগৌরবে শোভা পায় বিরিয়ানিতেও, ভাবুন একবার , কি দু:সাহস ! টিপিক্যাল বাঙ্গালী মেনুর উপকরন কিনা মুঘল সাম্রাজ্যে থাবা বসিয়েছে ! ওই যে অফবিট হতেই হবে । কয়েক দশক আগেও সর্বাধিক জনপ্রিয় “দীপুদা” র(দীঘা-পুরি-দার্জিলিং) সাথে পাল্লা দিচ্ছে অফবিট ডেস্টিনেশন। আচ্ছা বলুন তো , ছোট বেলায় শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথের বাঁকে বাঁকে কখন ও ভেবেছিলেন বাড়ীতে থাকতে(হোম স্টে) পাবেন ? পাহাড়ের আনাচে কানাচে পাহাড়িয়া বাঁশীর সুর না ভেসে এলেও চা-বাগান কিংবা পাইন দেবদারুর ফাঁক থেকে ধুমায়িত চায়ের কাপের সাথে ঘুমন্ত বুদ্ধ(কাঞ্চনজঙ্ঘা)র সেলফি তো এখন স্যোশাল মিডিয়ার মোস্ট হ্যাপেনিং। টাইগার হিল থেকে সূর্য ওঠা দেখার রোমাঞ্চ একই থাকলেও বাঙ্গালি হ্যাপায় যায় না , বরং হোমস্টের বারান্দা এখন বেশী পছন্দ। কিংবা ধরুন দীঘা-পুরীর সাগর পাড়ের সূর্যোদয়ের থেকেও পছন্দের কোন নির্জন বিচের মাড হাউস। অর্থাৎ সেই অফবিট। গত কয়েক দশকে বাঙ্গালী শান্তি খুঁজছে ।পাচ্ছে কি পাচ্ছে না , সে বিতর্ক দুর যা: , কিন্তু জীবন যুদ্ধের চাহিদায় অফবিট এখন পয়লা নম্বরেই।

খবরাখবরের ক্ষেত্রেও অনেকটা তাই । দৈনিক রাজনীতির কচকচানি থেকে ক্রমেই মুখ ফেরাচ্ছে জনগন। রোজানা আলু পটল তেলের ঝাঁঝে দিনগত পাপক্ষয়ের পরে ফের নীতিহীন রাজনীতি নৈব নৈব চ। সান্ধ্যকালীন অবান্তর “কোলাহল” এর ধ্যাস্টামোয় বোকাবাক্স ক্রমেই পিছু হটছে ! সেখানে অনেক সাবলীল “জুকু বাবু”র স্যোশাল ধামাকা। ফেসবুক, হোয়াটস্যাপ, ইন্সটাগ্রামে জনতার অবাধ বিচরন। মাঝে মধ্যে দু-একটা “কেষ্ট-বিষ্টু” র দুষ্টুমি নাড়া দেয় ঠিকই , কিন্তু সেও ওই কদিন । তারপর আবার যে কে সেই। সেখানে অনেক বেশী ফুটেজ খায় পুজোর কার্নিভাল কিংবা জগদ্ধাত্রীর বিসর্জন। ওই যে বললাম , বাঙ্গালী শান্তি চায়! কালে কালে দিনযাপনে এটা বুঝতে শিখেছে মসনদে যেই থাকুক ,সবই “খুড়োর কল”। ছেলেপুলে কবেই এ রাজ্যের পাট চুকিয়েছে কিংবা “উড়ি উড়ি” মনোভাব। “বিপ্লবী” বাঙ্গালী তাই পাল্টাচ্ছে জীবনধারা।

এই বদলানোতেই সলতে পাকিয়েছি আমরা , মানে ৯৯ নিউজ বাংলা। খবরের অফবিট , খাবারের অফবিট ,যৌবনের অফবিট , “বেলাশেষে” র অফবিট এর মু্ুখসুদ্ধিতেই “বাঁধনখানি থাক” । আমরা বদলাব দৃষ্টিভঙ্গী , বদলাব বাচন , বদলাব ধারনা , বদলাব কোলাহল । সেই বদলের গ্যারান্টি পাক্কা , শুধু সঙ্গে থাকুন জনতা জনার্দন।