
সৈয়দ মফিজুল হোদা, বাঁকুড়া : পঞ্চায়েত ভোট যতই এগোচ্ছে বাম,রাম সব শিবির লড়াইয়ের ময়দানে মাঠে নেমে পড়েছে। সব রাজনৈতিক শিবির তাদের হেবি ওয়েটদের দিয়ে গ্রাম বাংলার প্রতিটি কোনায় গিয়ে প্রচার চালাতে মরিয়া,কেউ যেন কাউকে এক চুল জায়গা ছাড়তে নারাজ। পঞ্চায়েত ভোটের পূর্বে বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার আজকে বাঁকুড়ার বড়জোড়া হাইস্কুল ময়দানে পশ্চিমবঙ্গের শাসকদলের সন্ত্রাস, দুর্নীতি ও একনায়কতন্ত্রের পরিবর্তে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে একটি প্রতিবাদ সভায় যোগদান করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এই সভায় উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ,জেলার বিভিন্ন বিধায়কগন সহ জেলার অন্যান নেতৃত্ব। সেখানে খোলা মঞ্চে বক্তৃতা রাখতে গিয়ে সৌমিত্র বাবু বলেন পঞ্চায়েত নির্বাচনে ডান্ডা রেডি রাখতে নমিনেশনে বাধা দিতে এলেই মেরে বিদায় করারও নিদান দিলেন। তিনি স্থানীয় বিডিওকে হুংকার দিয়ে বলেন, ‘বিডিও সাহেব আপনি পরিকল্পনা করে বিজেপি কর্মীদের বঞ্চিত করছেন আপনারও পরিবার আছে আপনার পরিবার একদিন মানুষের অভিশাপে না খেয়ে মরবে।
জেলার প্রতিটা প্রান্ত থেকে অসংখ্য কর্মী সমর্থক উপস্থিত হয়েছিল এই রাজনৈতিক সমাবেশে। পঞ্চায়েত ভোটের পূর্বে এই ধরনের গা গরম করা কথাবার্তা অনেকটাই বাড়তি অক্সিজেন যোগাবে বিরোধী শিবিরকে এমনটাই মনে করছেন জেলার রাজনৈতিক মহলের একাংশ।