
৯৯ডিজিটাল ডেস্ক,ব্যুরোঃ মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় ক্রিকেটের ইতিহাস একটি মাইলস্টোন। ক্রিকেটের ইতিহাস লেখা হলে যে ক্যাপ্টেনের নাম সাফল্যের নিরিখে হয়তো সবার উপরে থাকবে, তিনি এম এস ধোনি। কিন্তু অনেক সময় বহু প্রতিভা অচিরেই হারিয়ে যায়। অনেক প্রতিভা স্পটলাইটে আসতেই পারেন না, যদি এই ধরনের মানুষের হাত না থাকে।
এম এস ধোনির তখন ঘরোয়া ক্রিকেটে দুর্ধর্ষ ব্যাটিং। কিন্তু নির্বাচক মন্ডলির নজর পড়ছে না ধোনীর উপর। এমন সময়ে তিনি ধোনির নাম প্রকাশ করেন বিসিসিআই এর কাছে। তিনি প্রকাশ চন্দ্র পোদ্দার। বাংলা তথা ভারতের প্রাক্তন এই ক্রিকেটার বুধবার শেষ নিশ্বাস ত্যাগ করলেন ৮২ বছর বয়সে।
১৯৬০-৭৭সাল দীর্ঘ ১৭ বছর বাংলার হয়ে খেলেছেন প্রকাশ পোদ্দার। ৭৪টি প্রথম শ্রেণির ম্যাচে তাঁর ঝুলিতে রয়েছে ৩৮৩৬ রান। তাঁর নামের পাশে রয়েছে ১১ টি শতরান। ভারতীয় ক্রিকেটে তিনিও একজন প্রতিভাবান ব্যাটসম্যান ছিলেন। তবে ভারতীয় ক্রিকেটে প্রকাশ পোদ্দারের নাম হয়তো থেকে যাবে ধোনির নাম প্রথমবার প্রস্তাবের জন্য।
বিসিসিআইয়ের ট্যালেন্ট রিসোর্স ডেভেলপমেন্ট স্কিমের অফিসার হিসেবে কাজ করেছিলেন প্রকাশ পোদ্দার। ২০০৩ সালে প্রথমবার ধোনির নাম বিসিসিআই-এর কাছে প্রস্তাব করেন প্রকাশ পোদ্দার। এর পর ধোনি ভারতীয় ক্রিকেটের জন্য কী করেছিলেন, তা আর বলার অপেক্ষা রাখে না। প্রকাশ পোদ্দারের মৃত্যুতে শোকের ছায়া গোটা ক্রীড়া জগতে।