
৯৯ বাংলা ডেস্ক : ইডেনে দ্বিতীয় একদিনের ম্যাচের আগে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন রাহুল দ্রাবিড়। রক্তচাপ বেড়ে গিয়েছিল ভারতীয় দলের হেড কোচের। এরপরেও ম্যাচের সময় তিনি উপস্থিত ছিলেন সাজঘরে। কিন্তু তারপর ম্যাচ শেষে ভারতীয় দল তৃতীয় ওডিআইয়ের জন্য তিরুবনন্তপুরম পাড়ি দিলেও দ্রাবিড় দলের সঙ্গ নেননি। বেঙ্গালুরু ফিরে যান তিনি।
সেই থেকেই শুরু হয়েছিল ধোঁয়াশা। তৃতীয় একদিনের ম্যাচে কি দেখা যাবে ভারতীয় হেড কোচকে? তাঁর অসুস্থতার খবর জেনে কার্যত উদ্বিগ্ন হয়ে পড়ে গোটা ক্রিকেট মহল। তবে ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর, এখন সুস্থ রয়েছেন দ্রাবিড়। দলের সঙ্গে তিরুবনন্তপুরমে যোগ-ও দিয়েছেন তিনি।
ইডেনেই সিরিজ জেতা হয়ে গিয়েছে। রবিবার তিরুবনন্তপুরমে নিয়মরক্ষার তৃতীয় একদিনের ম্যাচে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। তার আগে শনিবার ছিল ঐচ্ছিক অনুশীলন। সেই অনুশীলনে হাসিমুখে নিজের কাজ করতে দেখা গেল দ্য ওয়ালকে। বোর্ডের তরফে-ই সে ছবি প্রকাশ করা হয়েছে। দ্রাবিড় সুস্থ দেখে সকলেই এখন নিশ্চিন্ত।