
৯৯ বাংলা, নিউজ ডেস্ক: অযোধ্যা রাম মন্দির এর বড়োসড়ো হামলার ছক কষছে। 2024 এ রাম মন্দির নির্মাণের আগেই বড় হামলা ঘটাতে চাইছে জঙ্গি সংগঠনগুলি। পাকিস্তানের সন্ত্রাসবাদী সংগঠন এখন অযোধ্যার রাম জন্মভূমি মন্দিরে হামলার পরিকল্পনা করছে। শীর্ষ স্তরের গোয়েন্দা সূত্র থেকে খবর,পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি এবার অযোধ্যার রাম জন্মভূমিতে বড় ধরনের হামলার পরিকল্পনা করেছে। বড় সর নাশকতার ছক করছে জঙ্গী সংগঠনগুলি।
গোয়েন্দা সূত্রের খবর, জৈশ-ই-মহাম্মদ (জেএম) এবং লস্কর-ই-তৈবা (এলইটি)-এর মতো সন্ত্রাসবাদী সংগঠন যা মূলত রাম মন্দিরে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছে। গোয়েন্দা সূত্রে দাবি করা হচ্ছে, এই সন্ত্রাসী গোষ্ঠীগুলো নেপাল দিয়ে গোলাবারুদ ও আত্মঘাতী বোমা হামলাকারীকেও আনার পরিকল্পনাও করছে। বড় ধরনের নাশকতার ছক কষছে তারা।
বিজেপির জামানায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক যথেষ্ট শক্তিশালী।মোদি সরকারের দুঃসাহসিক পদক্ষেপ ক্রমশ ভয় পাইয়ে দিয়েছে জঙ্গি সংগঠনের একাংশকে। স্বরাষ্ট্র মন্ত্রকের একাধিক যুগান্তকারী পদক্ষেপ জঙ্গি সংগঠনগুলোর জন্য যথেষ্ট উদ্বেগ বাড়িয়েছে। গোয়েন্দা সূত্রের ধারণা, এ ব্যাপারে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর কিছু যোগও রয়েছে। পাকিস্তানের আইএসআই ৩৭০ ধারা সফলভাবে বাতিল করার পর থেকে কাশ্মীরে হিংসা উস্কে দিতে স্পষ্টতই ব্যর্থ হয়েছে। ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান সেনাবাহিনীর সন্ত্রাসীদের অনুপ্রবেশের যে কোনও প্রচেষ্টা সফলভাবে রুখে দিয়েছে। তাদের সব টানেল চিহ্নিত করে মাদক চোরাচালানে বড় ধরনের নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।
গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী , পাকিস্তানে বর্তমানে বিপুল সংখ্যায় সন্ত্রাসবাদী সংগঠনগুলি নিষ্ক্রিয় হয়ে পড়েছে৷ এমনকী তালিবানও তাদের কোনও ধরনের সমর্থন করছে না। আইএসআই এখন নিজেদের প্রাসঙ্গিকতা বজায় রাখতে ভারতে কোনও না কোনওভাবে কিছু কার্যক্রম চালাতে চাইছে। একাধিকবার ব্যর্থ হয়েছে তারা। এবার রাম মন্দিরে হামলা সফল করতে চাইছে। যে কোনও উপায়ে হামলা চালিয়ে আইএসআই ও অন্য জঙ্গি সংগঠনগুলোকে চাঙ্গা করতে চাইছে। রাম মন্দিরে হামলা হলে বিশ্বে বড় প্রভাব পড়তে পারে এমনটাই মনে করা হচ্ছে। তার আগেই সমস্ত হামলার ছক বানচাল করতে চলেছে ভারতীয় গোয়েন্দা। বাড়ানো হচ্ছে রাম মন্দিরের নিরাপত্তাও।