
সন্তোষ কুমার মণ্ডল,৯৯বাংলা রানীগঞ্জ: কর্মীকে গান পয়েন্টে রেখে রানীগঞ্জের এক নামি কুরিয়্যার কোম্পানীতে ডাকাতি। মঙ্গলবার রাতে রানীগঞ্জের ৩৪ নম্বর ওয়ার্ডের রামবাগান কেরোসিন গলি এলাকায় অবস্থিত এক কুরিয়ার কোম্পানিতে জাকাতির ঘটনা ঘটে। কর্মীর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তিন দুষ্কৃতী প্রায় দেড় লক্ষ চাকা নিয়ে চম্পট দেয় বলে দাবি কুরিয়্যার কোম্পানীর তরফে। ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে হাজির হয় রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ি পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ি এলাকায় বশ দিন ধরে ই একটি কুরিয়ার সার্ভিস সংস্থা কুরিয়ারের সামগ্রী সরবরাহ করত। মঙ্গলবার রাত্রি নটা নাগাদ হঠাৎ দুষ্কৃতী দল সশস্ত্র ভাবে হেলমেট পরে মুখে মাক্ম লাগিয়ে সুব্রত মণ্ডলের মাথায় বন্দুক দেখিয়ে তার ক্যাশ বাক্সে থাকা প্রায় লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয়। মুহূর্তে তারা ঘটনাস্থল ছেড়েও চম্পট দেয়। এই ঘটনার খবর পাওয়ার পর পরই রানীগঞ্জ থানা ও পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ ঘটনা স্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে। দুষ্কৃতী দল সিসিটিভির যে যোগাযোগ রয়েছে সেই যোগাযোগ বিচ্ছিন্ন করে চলে যায় বলেই জানায় স্থানীয় এলাকার প্রত্যক্ষদর্শীরা। এরপরও আর কী কী ফুটেজ সিসিটিভিতে ক্যামেরা বন্দী হয়ে রয়েছে সেগুলি খতিয়ে দেখে এই ঘটনায় কারা জড়িত তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। সন্ধ্যায় আচমকা এই ডাকাতির ঘটনার কথা জানাজানি হতেই এলাকার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।