
সন্তোষ কুমার মন্ডল, ৯৯ বাংলা নিউজ ডেস্ক : সকাল ১১টায় রানীগঞ্জের বাঁশড়া কোলিয়ারি সি পিট এলাকায় বাম শ্রমিক সংগঠন সিটুর খনি বিশেষজ্ঞ এক প্রতিনিধি দল কয়লা খনির বিভিন্ন অসুবিধের বিষয়গুলি খতিয়ে দেখতে কয়লা খনিতে হাজির হন।
কয়লা খনির প্রায় ৮০০ ফুট গভীরে এবার নেমে দেখেন খনি শ্রমিকদের নিরাপত্তার বিষয় খতিয়ে দেখতে। প্রথমে তারা কয়লা খনির উপরিভাগে একটি পিট মিটিং করে খনি বন্ধের চক্রান্তের অভিযোগ তুলে বিক্ষোভ দেখান। এই বিক্ষোভের নেতৃত্ব দেন আসানসোলের প্রাক্তন সাংসদ তথা সিটুর জেলা সম্পাদক বংশগোপাল চৌধুরী।
এরপরে ইসিএল আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন।খনিতে কি কি ব্যবস্থা গ্রহণ করেছে খনি কর্তৃপক্ষ তা দেখার জন্য খনি অভ্যন্তরে প্রায় ৮০০ ফুট গভীরে নেমে যান ওই প্রতিনিধি দলের সদস্যরা ।