
বিশ্বজিৎ সাহা, ৯৯বাংলা ডেস্ক : উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত রতুয়ায় মালদা কৃষিবিজ্ঞান কেন্দ্রে ফার্মার্স ক্লাব ও জেলার কিছু কৃষি সরঞ্জাম বিক্রয়কারী ডিলারদের সামনে ড্রোন প্রযুক্তির প্রদর্শনী করা হয়। এই প্রদর্শনীতে কৃষির অগ্রগতির জন্য ড্রোনের ব্যবহার কিভাবে করা যায় এবং তার উপযোগিতা সম্বন্ধে হাতে-কলমে দেখানো হয়। এই প্রদর্শনীতে উপস্থিত ছিলেন কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানী ডক্টর রাকেশ রায় সহ অন্যান্য বিজ্ঞানীগণ , ইনপুট ডিলার ও কৃষক সংঘের প্রায় ১৫০ জন উৎসাহী কৃষক।
এই প্রসঙ্গে ডক্টর রাকেশ রায় জানিয়েছেন, আজ কৃষিতে ড্রোন প্রযুক্তির প্রদর্শনী করা হলো। কৃষিক্ষেত্রে এটি একটি যুগোপযোগী এবং নতুন প্রযুক্তি।সাধারণত ড্রোনের মাধ্যমে সুরক্ষা, ম্যাপিং, ফটো ও ভিডিও তোলা ইত্যাদি কাজে ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু কৃষি ড্রোন এলাকার ফসলের প্রকৃতি ফসলের রোগ পোকা দমনের জন্য স্প্রে করার কাজে যুগান্তকারী পরিবর্তন আনতে পারে এই প্রযুক্তিতে কম সময়ে অনেক বেশি জমিতে কীটনাশক, তরল সার, ইত্যাদি ছড়ানো যেতে পারে, যাতে সময় বাঁচবে এবং তুলনামূলকভাবে খরচও কম হবে এছাড়াও সঠিক সময়ে সমস্ত ফসলের সুরক্ষা ব্যবস্থা করা যাবে। মালদা জেলায় আজ প্রথম এই প্রযুক্তির প্রদর্শন করা হলো যাতে কৃষকেরা আগামী দিনে এর ব্যবহার করতে পারেন এবং এর উপকারিতা অনুভব করতে পারেন। এ বিষয়ে কৃষকেরা তাদের বক্তব্যে জানান, এই প্রকারের প্রদর্শনী তাদের পক্ষে খুবই উপযোগী।