

আসানসোলের কুলটি বিধানসভার অন্তর্গত ডিশেরগড় ছিন্নমস্তা মন্দির সংলগ্ন মহাশ্মশানের চুল্লি বিকল হয়ে পড়ায় সমস্যায় পড়েন দাহ করতে আসা লোকজন। বুধবার দাহ করতে আসা মৃতদেহ চুল্লিতে ঢোকানোর পর বিকট শব্দে চারিপাশ কেঁপে ওঠে। বিস্ফোরণের জেরে বিকল হয়ে পড়ে চুল্লি টি, মৃতদেহটি ও দাহ করা সম্ভব হয়নি। সমস্যায় পড়েন দাহ করতে আসা মৃতের পরিবার। গত ১২ই অক্টোবর থেকে এই বৈদ্যুতিক চুল্লিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছিল। জানানো হয়েছিল আসানসোল পৌরসভার সংশ্লিষ্ট বিভাগের ইঞ্জিনিয়ার কেও। কিন্তু কেউই কোনো গুরুত্ব দেয়নি বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে এদিন শ্মশানে আসেন আসানসোল পৌরসভার মেয়র পরিষদ ইন্দ্রানী মিশ্র। মেয়র পরিষদ জানান যান্ত্রিক গোলযোগের কারণেই এই বিপত্তি তবে খুব শীঘ্রই এই সমস্যার সমাধান করা হবে।