
৯৯ বাংলা নিউজ ডেস্ক: প্রজাতন্ত্র দিবসে নাশকতামূলক ঘটনার জন্য টার্গেট করে জঙ্গি এবং দুষ্কৃতীরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে ও পরিস্থিতি মোকাবিলায় জন্য সজাগ থাকে পুলিশও। কেন্দ্র হোক বা রাজ্যপুলিশ এবং গোয়েন্দাদের কড়া নজর থাকে নিরাপত্তার বিষয়ে। দেশের এবং রাজ্যের রাজধানীগুলির নিরাপত্তাতেও দেওয়া হয় বিশেষ নজর। পাশাপাশি বাড়তি নজরদারি শুরু হয়েছে রাজ্য়ের জঙ্গলমহলে যে সমস্ত এলাকায় মাওবাদীদের প্রভাব ছিল বা এখনও সক্রিয় ভাবে রয়েছে সেই এলাকা গুলিতেও। পাশাপাশি রেললাইনের নিরাপত্তাতেও নজর থাকে রেলপুলিশের। এ বারেও তার ব্যতিক্রম হয়নি। ২৩ এবং ২৬ জানুয়ারির কথা মাথায় রেখে ঝাড়গ্রাম স্টেশন ও তার আশপাশে কড়া নজরদারি রয়েছে রেল পুলিশের।
২৩ শে জানুয়ারী এবং ২৬ শে জানুয়ারীকে সমনে রেখে মাওবাদী অধ্যুষিত এলাকাগুলিতে কড়া সতর্কতা রেল পুলিশের। খড়গপুর থেকে টাটা পর্যন্ত গোট এলাকা মাওবাদী অধ্যুষিত। অতীতে একাধিক নাশকতার ঘটনাও ঘটছে এই এলাকায়। সেদিকে নজর রেখেই খড়্গপুরের পর থেকে সমস্ত স্টেশনে স্পেশাল ড্রাইভ শুরু করছে রেল পুলিশ। সঙ্গে ছিল বম্ব স্কোয়াডের টিম ও স্নিপার ডগ। আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে রেলের তরফে। যাতে কোনও নাশকতার ঘটনা কোথাও না ঘটাতে পারেন দুষ্কৃতীরা। তার জন্য কড়া ব্যবস্থাপনা রেলের তরফে। স্টেশন চত্বর, রেললাইন সমস্ত কিছুই কুকুর ও মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করছেন রেল পুলিশের আধিকারিকরা। পাশাপাশি প্লাটফর্মে যে সমস্ত যাত্রীরা ট্রেন ধরতে আসছেন তাঁদের লাগেজও তল্লাশি করে দেখা হচ্ছে। অপর দিকে জেলা পুলিশের পক্ষ থেকেও চলছে বিভিন্ন জায়গা নাকা চেকিং।