
৯৯ বাংলা নিউজ ডেস্ক: শিক্ষক দুর্নীতি কাণ্ডে মানিক ভট্টাচার্যের পরিবারকে হাজিরার নির্দেশ দিয়েছিল আদালত। কারন সিবিআই-এর দেওয়া চার্জশিটে নাম জড়িয়েছে মানিকের স্ত্রী-পুত্রের। আর আজই কোর্টের নির্দেশ মত শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের স্ত্রী ও পুত্র আদালতে হাজিরা দিলেন। শনিবার ব্যাঙ্কশাল আদালতে হাজিরা দিতে দেখা গেল মানিকের স্ত্রী শতরূপা ভট্টাচার্য ও পুত্র শৌভিক ভট্টাচার্য কে। শিক্ষক দুর্নীতি মামলার চার্জশিটে তাঁদের নাম জড়াই। সেই ঘটনার পূর্ণ তদন্ত করতে হাজিরার নির্দেশ দেয় আদালত। সূত্রে খবর মানিকের স্ত্রী-পুত্র হাজিরার পাশাপাশি আদালতে জামিনের আর্জি জানান। মানিকের স্ত্রী ও পুত্রের জামিনের আবেদনের বিরোধিতা করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই মামলার পরবর্তী শুনানি আগামী ৭ ফেব্রুয়ারি।
উল্লেখ্য,বেশ কয়েক দিন আগে এসএসসি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয় মানিক ভট্টাচার্য্য। তাকে জিজ্ঞাসাবাদ করে উঠে আসে একাধিক তথ্য। তারপরই তদন্তে এক মৃত ব্যাঙ্কির সঙ্গে ব্যাঙ্কে যৌথ অ্যাকাউন্ট হদিস পায় সিবিআই ।জানা গিয়েছে ওই মৃত ব্যক্তির সাথে মানিক পত্নীর যৌথ একটি অ্যাকাউন্ট রয়েছে। সেই অ্যাকাউন্টে ৩ কোটি টাকা রয়েছে বলে দাবি করেছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে অতীতে আদালতে জানানো হয়েছিল, যে ব্যক্তির সঙ্গে ব্যাঙ্কে মানিকের স্ত্রীর যৌথ অ্যাকাউন্ট রয়েছে, তাঁর নাম মৃত্যুঞ্জয় চক্রবর্তী। তিনি ২০১৬ সালেই মারা গিয়েছেন। অথচ এখনও অ্যাকাউন্ট থেকে তাঁর নাম সরানো হয়নি। বরং সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে কয়েক কোটি টাকাও, এত পরিমান টাকার মালিক কে? প্রশ্ন তুলেছেন ইডির আইনজীবী। তবে গোয়েন্দা সংস্থার দাবি, তছরুপেরই অর্থ হতে পারে এই বিপুল অঙ্কের টাকা।
ইডির অভিযোগ, মানিকের নামে প্রচুর বেনামি সম্পত্তির হদিস পাওয়া গিয়েছে। তার ছেলে সৌভিকের নামেও আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে। সব বিষয় খতিয়ে দেখতে চাই সিবিআই। এমনকি, নিয়োগ দুর্নীতির তদন্তে তাঁর পুত্র শৌভিকের নামেও বিপুল সম্পত্তি পাওয়া গিয়েছে বলে আদালতে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রাজ্যের ৫৩০টি বেসরকারি বিএড এবং ডিএলএড কলেজের থেকে মানিক-পুত্রের সংস্থা এককালীন ৫০ হাজার টাকা করে নিয়েছিল বলে দাবি করা হয়েছে এই রিপোর্টে ।