
৯৯ বাংলা ডেস্ক : হিন্দু ধর্মলম্বীদের কাছে এই তীর্থক্ষেত্রের গুরুত্ব অপরিসীম। কথায় আছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আর এবছর মহামারির দাপট কাটিয়ে মকর সংক্রান্তির পূর্ণলগ্নে ভোর হতে না হতেই গঙ্গাসাগরে জনজোয়ার। কাতারে কাতারে সাগর সঙ্গমে পুণ্যার্থীদের ভিড় ক্রমশ বাড়ছে। ইতিমধ্যেই শাহীস্নানে সৈকতে ভিড় জমিয়েছে ৪০ লক্ষ্য তীর্থযাত্রী। চলছে মকর সংক্রান্তির পুণ্যস্নান। মাহেন্দ্রক্ষণ শুরু হয়েছে গতকাল অর্থাৎ শনিবার সন্ধে ৬টা ৫৩ মিনিট থেকে। আজ, রবিবার সন্ধ্যে ৬টা ৫৩ পর্যন্ত থাকবে। মকর সংক্রান্তির পুণ্যস্নানে অংশ নিতে দেশ-বিদেশ থেকে পুণ্যার্থী ও পর্যটকরা এসেছেন।
জানা গিয়েছে, মকর সংক্রান্তি পূর্ণ লগ্নে শনিবার ভোর রাত থেকে গঙ্গাসাগর বেলাভূমিতে ভিড় করেছে কয়েক লক্ষ মানুষ। রবিবার সকাল থেকে গঙ্গাসাগরে চলছে পুণ্যের ডুব। মোক্ষ্য লাভের আশায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে গঙ্গাসাগরে ভিড় জমিয়েছে মানুষজন কার্যত গঙ্গাসাগর এখনো হয়ে উঠেছে মিনি ভারতে। সাগরের জলে সার দিয়ে হাঁটু মুড়ে বসে কয়েক জন। সিক্ত বসন, হাত জোড় করে তাকিয়ে রয়েছেন জলরাশির দিকে। একটু দূরে কোমর জলে দাঁড়িয়ে আরও কয়েক জন। হাত জোড় করে আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করছেন। আলো ফুটতে না ফুটতেই ক্রমশ বাড়তে লাগল ভিড়। সবারই লক্ষ্য, সাগরসঙ্গমে ডুব দিয়ে পুণ্যলাভ।