
৯৯ ডিজিটাল ডেস্ক, দুর্গাপুর : স্বাস্থ্যসাথী কার্ডে ভর্তি হয়েছিলেন রোগিনী। কিন্তু তারপরেও ৬৫ হাজার টাকা বিল ধরাল বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। সিটি সেন্টারের অম্বুজা সংলগ্ন ওই বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে মহকুমা শাসকের দ্বারস্থ রোগিনীর পরিবার।
চলতি মাসের ৪ তারিখ দুর্গাপুরের বেনাচিতির মহিস্কাপুর প্লট এলাকার বাসিন্দা মেনকা সেন (৮৫) জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে ওই বেসরকারি হাসপাতালে ভর্তি হন। স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা হবে, এই আশ্বাস দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ মেনকা দেবীকে ভর্তি নেয়। ভর্তির সময় ওষুধ এবং বাড়তি চিকিৎসার জন্য দু দফায় মোট ১৫ হাজার টাকা নিয়েছিল। বুধবার, হাসপাতাল কর্তৃপক্ষ মেনকা দেবীর পরিবারকে জানিয়ে দেয় তিনি সুস্থ। একইসঙ্গে চিকিৎসার খরচ বাবদ ৬৫ হাজার টাকা হাসপাতালের বিল দিয়ে রোগিনী কে বাড়ি নিয়ে যাওয়ার কথা জানানো হয় বলে অভিযোগ।

এরপরই রোগিনীর পরিবার-পরিজন হাসপাতাল কর্তৃপক্ষকে কাঠগড়ায় দাঁড় করিয়ে প্রশ্ন তোলে, স্বাস্থ্যসাথী কার্ডে ভর্তির পরেও কেন তাদের কাছে টাকা চাওয়া হচ্ছে? মেনকা দেবীর পরিবারের তরফে জানানো হয়, হাসপাতাল কর্তৃপক্ষ ওষুধ এবং চিকিৎসা বাবদ স্বাস্থ্যসাথী কার্ড ছাড়াও ৬৫ হাজার টাকা দেওয়ার দাবি জানিয়েছে। ইতিমধ্যেই গোটা ঘটনার কথা জানিয়ে মেনকা দেবীর পরিবার দুর্গাপুরের মহকুমা শাসকের কাছে অভিযোগ দায়ের করেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে মহকুমা প্রশাসন।

এবিষয়ে, দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর অন্যতম সদস্যা তথা প্রাক্তন মেয়র পরিষদ (স্বাস্থ্য) রাখি তেওয়ারি বলেন, কোনও নার্সিংহোম এটা করতে পারেনা। এর বিরুদ্ধে দুর্গাপুর নগর নিগম যথাযথ ব্যবস্থা নেবে।
যদিও, এপ্রসঙ্গে মুখ খোলেনি ওই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ।