
৯৯ডিজিটাল ডেস্ক,পূর্ব বর্ধমানঃ বছরের শুরুতেই দুর্ধর্ষ ইনিংস চালাচ্ছে শীত। অনেকেই শীতকে ডোন্ট কেয়ার করে ঘুরতে যান, উত্তরবঙ্গে, অনেকেই আবার কাছেপিঠের কোন ভালো স্থানে পিকনিক। কিন্তু জানেন কি, দার্জিলিং কালিম্পংএর পর এবার শীতে জুবুথুবু পূর্ব বর্ধমান।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় পূর্ব বর্ধমান জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিং, কালিম্পঙের পরে বর্ধমান। বহুদিন পর এমন শীতের আমেজে খুশি বর্ধমানবাসী।
গতদুদিন ধরে সূর্যাস্তের পর বিশেষ কাজ না থাকলে সেই ভাবে আর কেউ বাড়ী থেকে বাইরে যাচ্ছেন না। পাড়ার চায়ের দোকানে একটু ভীড় থাকলেও সকলেই চাইছেন ঘরে ঢুকে লেপ বা কম্বলের আরাম।
বেলা ১২টা পর্যন্ত প্রায়শই থাকছে কুয়াশা। পরে সামান্য রোদ উঠলেও, বিকেল ৩টে থেকে আলো কমে যাচ্ছে। শীতের কারণে সকালের দিকে যাত্রীদের দেখা মিলছে না। তার ফলে বাসের সংখ্যাও কমে গিয়েছে। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, কুয়াশার কারণে বিভিন্ন ট্রেন কম গতিতে চলছে। কুয়াশার কারণে দূরপাল্লার অনেক ট্রেনেরও গতি কমেছে।
শীতের সকালে অনেকেরই খাট ছাড়তে দেরি হচ্ছ্র, ফলে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাপন। সকালের দিকে ফাঁকা রাস্তা। বিশেষজ্ঞরা একটু বেলার দিকে প্রাতঃভ্রমণের পরামর্শ দিচ্ছেন। সবকিছু মিলিয়ে এখন শীতে কাবু বর্ধমানবাসী।