
সৈয়দ মফিজুল হোদা,৯৯ বাংলা নিউজ বাঁকুড়া: টেন্ডারে অনিয়মের অভিযোগে এবার প্রধানের বিরুদ্ধে সরব হলেন উপপ্রধান ও সদস্যরা।এই ঘটনাকে কেন্দ্রকরে ব্যাপক চাঞ্ল্য বিষ্ণুপুরের অযোধ্যা গ্রাম পঞ্চায়েতে।টেন্ডারে অনিয়ম নিয়ে পঞ্চায়েতের সদস্যরাই বিডিওর কাছে প্রধানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযোগের প্রতিলিপি পাঠানো হয়েছে বিষ্ণুপুরের মহকুমা শাসক ও বাঁকুড়ার জেলা শাসকের কাছেও।ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপান উতোর।
প্রসঙ্গত,তৃণমূল পরিচালিত অযোধ্যা গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে এর আগেও একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল।তারপর এবার টেন্ডার দুর্নীতির অভিযোগ জমা পড়ায় অস্বস্তিতে পড়েছে তৃণমূল । অযোধ্যা গ্রাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বেলা গায়েনের অভিযোগ, গ্রাম পঞ্চায়েত এলাকায় রাস্তা তৈরির টেন্ডার হয়েছে সরকার থেকে টাকা পাঠানো হয়েছে অথচ কোন কাজ হয়নি।এমনকি অভিযোগের কপিতে তিনি লিখেছেন, প্রধান সাহেব ই টেন্ডার না করিয়ে ২৭-৭-২২ তারিখে ম্যানুয়াল টেন্ডার করে প্রচুর অর্থের বিনিময়ে নিজের ইচ্ছামত পরিচিত কয়েকজন ঠকাদারকে কাজ পাইয়ে দিয়েছেন। এমনকি ঠিকাদারের কাছে ১৫ থেকে ২০% হারে টাকা নিয়েছেন প্রধান। প্রধানের এ কাজে মদত দিচ্ছেন এবং জড়িয়ে রয়েছেন অযোধ্যা গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়কও।
অভিযোগের কথা অস্বীকার করেছে অযোধ্যা গ্রাম পঞ্চায়েত প্রধান গুরুদাস বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,এই ধরনের মিথ্যা অভিযোগ এর আগেও ওনারা বারবার করেছেন এই অভিযোগের কোন ভিত্তি নেই। তিনি আরো বলেন, বারবার আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করার জন্য আমি ওনাদের বিরুদ্ধে মানহানির মামলা করব ।
প্ধানের বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগ প্রসঙ্গে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অলক মুখোপাধ্যায় বলেন, কেউ যদি প্রশাসনকে দুর্নীতির চিঠি করে প্রশাসন তার মত তদন্ত করবে তাতে কেউ দোষী প্রমাণিত হলে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।, প্রমাণিত না হলে তাকে কাজ করার অনুমতি দেবে।
প্রধান উপপ্রধানের এই দ্বন্দ্বকে মোক্ষম হাতিয়ার করছে বিজেপি বিজেপির অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় গিয়ে প্রধান উপপ্রধানদের সরিয়ে দিচ্ছেন অথচ এখানে সরাচ্ছেন না এর কারণ যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কাটমানি পৌঁছে দিতে পারছে।তাই অভিযোগ করেও প্রধানকে সরানো যাচ্ছে না।