
৯৯ বাংলা নিউজ ডেস্ক : কাশ্মীরে সন্ত্রাসীদের বিরুদ্ধে জোড়া এনকাউন্টারে বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। ২৩ সালের প্রারম্বকালেই জঙ্গি হামলায় রক্তাক্ত হয়ে উঠেছে কাশ্মীর। সন্ত্রাসবাদী হামলায় প্রাণ হারিয়েছেন ৬ জন। সেই ঘটনার পর থেকেই উপত্যকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিয়ন্ত্রণরেখা বরাবর বৃদ্ধি করা হয়েছে নজরদারি। তাতেই মিলেছে সাফল্য। সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখার কাছে দুই সন্ত্রাসবাদীকে গুলি করে খতম করেছে।
জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার নিয়ন্ত্রণ রেখার কাছে জঙ্গিদের নিকেশ করা হয়েছে বলেই কর্মকর্তারা রবিবার জানিয়েছেন। শনিবার গভীর রাতে জেলার বালাকোট সেক্টরে অভিযানের সময় হত্যা করা হয় বলেই জানিয়েছেন তাঁরা। কর্মকর্তারা জানিয়েছেন, সেনা সদস্যরা সামনের গ্রামে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে এবং গুলি চালায়। সেনারা আজ রবিবার সকালে এলাকায় তল্লাশি অভিযান শুরু করলে জঙ্গিদের মৃতদেহ উদ্ধার করে। এমনটাই জানিয়েছেন অভিযানের সঙ্গে যুক্ত থাকা কর্মকর্তারা।
উল্লেখ্য, বছরের প্রথম দিনই যখন সকলে আনন্দে আত্মহারা ঠিক সেই সময়েই জঙ্গিদের গুলিতে এবং বিস্ফরণে কাশ্মীরী হিন্দুদের মৃত্যু হয়।৬ জনের মধ্যে ২ জন শিশুও ছিল। সেই হামলার পর কেন্দ্র জম্মু-কাশ্মীর জুড়ে প্রায় ২ হাজার আধা সামরিক বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছে। সন্ত্রাসবাদ অভিযান চলছে জোর কদমে। প্রতিটি সন্দেহজনক এলাকায় চলছে তল্লাশি।