
৯৯নিউজ বাংলা,রানীগঞ্জ: উত্তরাখণ্ডের যোশী মঠ ধস প্রসঙ্গে এবার বিস্ফোরক দাবি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি সাংবাদিক বৈঠকে দাবি করেন, যোশী মঠে যে রকম বিধ্বংসী ধস লক্ষ্য করা গেছে সে রুপ ধস আমাদের রাজ্যের রানীগঞ্জ কয়লা অঞ্চলে হতে পারে। এ নিয়ে বিভিন্ন মহলে ছড়িয়েছে চাঞ্চল্য। মুখ্যমন্ত্রীর এই মন্তব্য ঘিরে এখন খনি অঞ্চলে যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে।অনেকেই মুখ্যমন্ত্রীর এই দাবি একেবারেই নস্যাৎ করেছেন। ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্সের সভাপতি রাজেন্দ্র প্রসাদ চৈতান বলেন,একটা সময় এরূপ খনি অঞ্চলে কাটালেও পাহাড় অঞ্চলে যেভাবে ধসের ঘটনা ঘটে এখানে তা কখনই লক্ষ্য করা যায়নি। সাধারণত এখানে ধস ভূগর্ভস্থ কয়লা খনির ভেতরের অংশের কয়লা কেটে নেওয়ার জন্য হয়। যার জন্য মাটি ভরাট করে এলাকাকে পুনরায় বসবাস করার যোগ্য করে তোলা যেতে পারে এমনটাই দাবি করেছেন । তিনি আরও দাবি করেন বারংবার ভূমিকম্পের পরও অন্য সকল এলাকাতে প্রভাব পড়তে দেখা গেলেও ভূমিকম্পের প্রভাব লক্ষ্য করা যায় না এই অঞ্চলগুলিতে। সেরূপভাবেই পাহাড়ের ধসের ঘটনার সঙ্গে খনি অঞ্চলে ধসের ঘটনা অনেকটা ফারাক রয়েছে বলেও এদিন জানান।
তবে মুখ্যমন্ত্রীর এ ধরনের বক্তব্য চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলেও।উঠেছে সমালোচনার ঝড়। বিরোধীরা এব্যাপারে কটাক্ষ করতে ছাড়েনি। আসানসোলের প্রাক্তন সাংসদ তথা সিটুর জেলা সম্পাদক বংশগোপাল চৌধুরী মুখ্যমন্ত্রীর সমালোচনা করে বলেছেন,সমস্ত বিষয়টাই বিজ্ঞানীদের গবেষণার বিষয়। এ নিয়ে অহেতুক মন্তব্য করা উচিত নয়। যদিও এলাকার বাসিন্দারা এই বক্তব্যের পর অনেকটাই আতঙ্কিত হয়ে পড়েছেন। আগামীতে কি সিদ্ধান্ত নেবে সরকার তা নিয়েই ধন্দে পড়েছে এলাকাবাসী।